জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেনি বাংলাদেশ দল। অলআউট হওয়ার আগে মাত্র ১৬৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। যদিও বল হাতে গতকাল শুরুটাও ভালো ছিলো না টাইগারদের। তবে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রীতিমতো আগুন ঝরালেন বাংলাদেশের পেসাররা। তাতে ভালোভাবেই ম্যাচে ফিরেছে বাংলাদেশ।
এইদিন নাহিদ রানার বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। বাংলাদেশের চেয়ে ১৮ রানে পিছিয়ে প্রথম ইনিংস শেষ করেছে স্বাগতিকরা।
দিনের শুরু থেকে গতিময় পেসার রানার বলে ধুঁকছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। একে একে এই পেসার তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। হাসান মাহমুদ নেন দুই উইকেট। এ ছাড়া তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা শিকার করেন একটি করে উইকেট।
আরও পড়ুন
টাইগ্রেসদের আয়ারল্যান্ড বধ
০২ ডিসেম্বর, ২০২৪
এর...
না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এসএ গেমসে বাংলাদেশকে স্বর্ণপদক এনে দেওয়া শুটার সাদিয়া সুলতানা। চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। এদিকে, সাদিয়ার মৃত্যুতে গোটা ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শুটিংয়েও পান পদক। তবে ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে নিজেকে তিনি গুটিয়ে নেন।
ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যেও ছিলেন সাদিয়া। কয়েক বছর আগে আগুনে পুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শ্যুটারদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন তিনি।
সাদিয়া আড়ালে থাকলেও তাকে ভুলেনি ক্রীড়াঙ্গন। দেশের ক্রীড়াঙ্গনে শীর্ষ তিন সংস্থা বাংলাদেশ অলিম্পিক...
আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে প্রথম দুই ওয়ানডেতে জয় নিশ্চিত করে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিলো টাইগ্রেসরা। আয়ারল্যান্ডের মেয়েদের জন্য মান বাঁচানোর লড়াই ছিলো আজকের ম্যাচটি।
আজ সোমবার (২ ডিসেম্বর) মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে, ৩৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের পঞ্চম ওভারে মুর্শিদাকে হারায় বাংলাদেশ। ১৬ বলে ৮ রান করে ফেরেন এই ওপেনার। এরপর দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার। শারমিন ৮৮ বলে ৭২ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। অর্ধশতক করেন ফারজানাও।
শেষদিকে সুবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন নিগার...
এবার দলের তিনজন উল্লেখযোগ্য ক্রিকেটারকে রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে গুঞ্জন ছিলো যে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না সাকিব আল হাসান। আজ দল ঘোষণায় সেটারই প্রতিফলন হয়েছে।
যদিও বাংলাদেশ অপেক্ষা করছিলো নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য। কিন্তু বাংলাদেশের সেই অপেক্ষা সুসংবাদ হতে পারেনি। দল শান্তকেও পাচ্ছে না এই সিরিজে। তাই মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে দলের অভিজ্ঞ আরেক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও নেই স্কোয়াডে। চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন মুশফিকুর রহিমও। উইকেটরক্ষক ব্যাটারের সঙ্গে বাংলাদেশ দলের সঙ্গী হতে পারছেন না চোটাক্রান্ত তাওহিদ হৃদয়ও।
যদিও দীর্ঘ প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। সর্বশেষ ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে...