নোবেল পুরস্কারে মনোনীত ১৬ বছরের কিশোরী

ছবি সংগৃহীত

নোবেল পুরস্কারে মনোনীত ১৬ বছরের কিশোরী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ১৬ বছর বয়সী সুইডিস স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ। পরিবেশ রক্ষায় তার শুরু করা আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় তিন নরওয়েজিয়ান এমপি ২০২০ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তার নাম প্রস্তাব করেন।

পরিবেশ রক্ষায় গত বছরের আগস্ট মাস থেকে গ্রেটার শুরু করা ‘ইয়ুথ স্ট্রাইক’ আন্দোলন ইতিমধ্যেই সুইডেন থেকে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।

বিশ্বের ১০৫ দেশের ১৬৫৯টি শহরের জনগণ ও কয়েক লাখ কিশোর-কিশোরী গ্রেটার শুরু করা আন্দোলনে যোগ দিয়েছেন।

সুইডেন থেকে শুরু হওয়া এ আন্দোলনে যোগ দিয়ে পরিবেশ রক্ষায় মানুষের সচেতনতা গড়ে তোলার কাজ করছেন তাদের সবাই।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর