সিরিয়ার বিদ্রোহীদের প্রবল চাপের মুখে অবশেষে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। অজানা গন্তব্যের উদ্দেশ্যে নিজস্ব বিমানে করে তিনি দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে। এর মধ্য দিয়ে সিরিয়ায় টানা ৫৪ বছরের আল-আসাদ পরিবারের শাসন শেষ হলো। ২০১১ সালে প্রথম বাশারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছিল। সশস্ত্র বিদ্রোহের মাধ্যমেই ২০২৪ সালে শেষ সময়ে এসে সিরিয়ায় অবসান হলো আসাদ রাজত্বের। সিরিয়ার গৃহযুদ্ধের ১৩ বছরে প্রাণ হারিয়েছে ৩ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছে কোটি কোটি মানুষ। এই সংঘাত পুরো দেশকে ছিন্নভিন্ন করে দিয়েছে। ১৩ বছরেরগৃহযুদ্ধের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ: মার্চ ২০১১ দামেস্ক এবং দারা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। কিন্তু বাশার আল-আসাদের সরকারের দমন-পীড়নের ফলে তা সহিংস বিদ্রোহে পরিণত হয়।...
শুরুতে ছিল শান্তিপূর্ণ, ক্রমশ রূপ নিল যুদ্ধে
অনলাইন ডেস্ক
বিদ্রোহীদের তোপের মুখে কীভাবে পালালেন আসাদ?
অনলাইন ডেস্ক
সিরিয়ার বিদ্রোহীরা ঘোষণা করেছেন সিরিয়া এখন স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মুক্ত। কারণ তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এর আগে বার্তাসংস্থা রয়টার্স সিরিয়ার দুইজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশে রাজধানী দামেস্ক ছেড়ে গেছেন। যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, একটি ব্যক্তিগত বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে গেছে এবং সম্ভবত এতেই প্রেসিডেন্ট আসাদ ছিলেন বলে উল্লেখ করেছেন তারা। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে জানানো হয়েছে, এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে, এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে। এইদিন দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা...
‘আসাদের হৃৎপিণ্ড ছিল না’
অনলাইন ডেস্ক
সিরিয়ায় সংগীতের শিক্ষক ছিলেন মুনা ৷ সিরিয়ার সদ্য দেশ ছেড়ে পালানো সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১২ সালে গ্রেফতার হন তিনি ৷ এরপর দীর্ঘ দিন কারাগারে ছিলেন। একসময় তিনি পালিয়ে বেঁচেছেন। তার ইন্টারভিউ করেন ডয়চে ভেলের ইউলিয়া হান৷ সেই ইন্টারভিউতে মুনা জানান, বাশার আল আসাদের সময়ে হাজারো হাজারো নারী কারাগারে বন্দী ছিলেন। রাতের আধাঁরে তাদের ওপর অকথ্য নির্যাতন করা হতো। তিনি শুনেছেন বাশার একজন কামুক ও নারীলিপ্সু ছিলেন। কিন্তু নারী স্বাধীনতায় বিশ্বাস করতেন না। তিনি কারাগারে থাকার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন আমার মাথা একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে বাধা ছিল৷ এরপর উলটো করে সিলিং থেকে ঝুলিয়ে দিয়েছিল, ২০১২ সালে গ্রেফতার হন তিনি৷ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হলেও সেনা গোয়েন্দারা পরে আবার তাঁকে গ্রেফতার করেন৷ তাঁকে দামেস্কে নিয়ে আসা...
শেষ হয়েছে আসাদ পরিবারের ৫৪ বছরের অত্যাচার
অনলাইন ডেস্ক
টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছিল আল-আসাদ পরিবার। ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন বাসার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদ। ২০০০ সালে তাঁর মৃত্যু হয়। এরপর ওই বছরই ক্ষমতায় বসেন বাশার আল-আসাদ। টানা দুই যুগ (২৪ বছর) ধরে তিনি প্রেসিডেন্ট পদে আছেন। সিরিয়ার বিদ্রোহীদের প্রবল চাপের মুখে অবশেষে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। অজানা গন্তব্যের উদ্দেশ্যে নিজস্ব বিমানে করে তিনি দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে। এর মধ্য দিয়ে সিরিয়ায় টানা ৫৪ বছরের আল-আসাদ পরিবারের শাসন শেষ হলো। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্য প্রোগ্রামের একজন সিনিয়র ফেলো, নাতাশা হল। তিনি বিবিসি রেডিও 5 লাইভকে বলেছিলেন এটা সত্যিই মনে হচ্ছে যে আমরা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর