অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসায়ীরা ব্যবসা করার পর কর অব্যাহতি চেয়ে আসছেন, কিন্তু এভাবে কতদিন তাদের সাহায্য করবো? ৫০ বছর ধরে বহু শিশু লালন-পালন করছি কর অব্যাহতি এবং প্রণোদনা দিয়ে, কিন্তু এখনো তারা শিশুই রয়ে গেছে। তিনি আরও বলেন, শারীরিকভাবে বড় হয়ে গেছে, কিন্তু এখনো তাদের সুরক্ষা দিতে বলা হচ্ছে। এই সুরক্ষার দিন শেষ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগারগাঁও এনবিআর ভবনে। অর্থ উপদেষ্টা আরও বলেন, কর না দিলে, চালান না দিলে, করছাড় চাইলে আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও এর সার্বিক প্রভাব পড়ে। এই কর না দিলে আমরা বিপদে পড়ব, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বিপদ সৃষ্টি করব। আমাদের ট্যাক্স জিডিপি অত্যন্ত কম, যা অন্য দেশের সঙ্গে তুলনায়...
‘৫০ বছরের শিশুরা সুরক্ষা চায়’
সয়াবিন তেলের দাম না বাড়ালে আরও বেশি ঘাটতি দেখা দিতো: বাণিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
সয়াবিন তেলের দাম না বাড়ালে আরও বেশি ঘাটতি দেখা দিতো বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দাম না বাড়ালে দীর্ঘমেয়াদী ক্ষতি হতো বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার রাজধানীতে এক সভায় বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে এক কোটি টিসিবি স্মার্ট কার্ড দেয়া হয়েছে তাতে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। এর ফলে ৫৭ লাখ স্মার্ট কার্ড পুনরায় বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, সোমবার বোতলজাত সয়াবিন তেল লিটারে ৮ টাকায় বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। আগে ১৬৭ টাকা ছিল বোতলজাত তেলের দাম। news24bd.tv/FA
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সাড়া পায়নি পেট্রোবাংলা
অনলাইন ডেস্ক
দুই বছরের প্রচেষ্টা ও বিপুল আয়োজনের পরও সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ ব্যর্থ হলো। সোমবার (৯ ডিসেম্বর) দরপত্র জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত সাতটি কোম্পানি দরপত্রের নথি সংগ্রহ করলেও কেউ এতে অংশ নেয়নি। পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার জানান, কোনো প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়নি। আমরা একটি পর্যালোচনা কমিটি গঠন করেছি। কেন কোম্পানিগুলো অংশ নেয়নি, তা বিশ্লেষণ করা হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। ২০১৯ সালের ব্যর্থ উদ্যোগের পর ২০২৩ সালে পেট্রোবাংলা নতুন মডেল পিএসসি তৈরি করে, যা আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোর জন্য বিনিয়োগবান্ধব করে তোলার চেষ্টা করা হয়। দেশ-বিদেশে রোড শো এবং সেমিনার আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা চালানো হয়। দরপত্র জমার সময়সীমাও...
পেঁয়াজ বীজের কাণ্ড: বিএডিসির দুই কর্মকর্তা বরখাস্ত
অনলাইন ডেস্ক
চলতি মৌসুমে দেশের কয়েকটি জেলায় বিতরণকৃত পেঁয়াজ বীজের অংকুরোদগম হার অস্বাভাবিক কম হওয়ায় কৃষকদের বড় ধরনের ক্ষতি হয়েছে। এ ঘটনায় দায়ী হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং একজনকে দায়িত্ব পালনে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, ফরিদপুর ও রাজবাড়ীসহ কয়েকটি জেলার কৃষকদের অভিযোগের ভিত্তিতে জেলা কৃষি সম্প্রসারণ অফিস ও জেলা প্রশাসকের প্রাথমিক তদন্তে কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং অদক্ষতার প্রমাণ পাওয়া গেছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিএডিসির যুগ্ম পরিচালক ড. মো. মাহবুবুর রহমান এবং উপপরিচালক শাহানা আক্তার। এছাড়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মো. মোস্তাফিজুর রহমানকে অর্পিত দায়িত্ব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর