টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সেনাসদস্যদের জন্য নবনির্মিত ভবন সেনানীড় উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে তিনি এ ভবনের উদ্বোধন করেন। পরে সেনাপ্রধান ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং সেনাসদস্য ও তাদের পরিবারের সাথে মতবিনিময় করেন। এর আগে সেনাপ্রধান নব নির্মিত ভবনের সামনে বৃক্ষ রোপন করেন ৷ এ সময় ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানসহ সেনাবাহিনীর অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ভবন নির্মাণের ফলে ঘাটাইল এরিয়ায় চাকরিরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে বলে সেনাবাহিনী প্রধান আশাবাদ প্রকাশ করেন। news24bd.tv/নাহিদ...
ঘাটাইল সেনানিবাসে 'সেনানীড়' উদ্বোধন করলেন সেনাপ্রধান
টাঙ্গাইল প্রতিনিধি
ভারত হিন্দুদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে: বিজন কান্তি সরকার
নিজস্ব প্রতিবেদক
দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্থ বলে মন্তব্য করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় দেশের জনগণের সম্প্রীতি বিনষ্টের জন্য ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সকল অপকৌশল বন্ধ করাসহ সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট। বিজন কান্তি সরকার বলেন, আওয়ামী লীগের পতনে ভারতীয় একটা গোষ্ঠীর খারাপ লাগায় তারা এ দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে কোটি কোটি টাকা পাচার করে ভারতে রাখা হয়েছে। সেই টাকায় ভারতীয় মিডিয়া দিয়ে বাংলাদেশকে খাটো করা হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, ভারত বরাবরই হিন্দুদের দাবার ঘুঁটি হিসেবে...
হাসিনাকে ফেরাতে আদালতের কোনো চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়: মুখপাত্র
নিজস্ব প্রতিবেদক
দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আদালত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো চিঠি পায়নি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। ব্রিফিংয়ে রফিকুল আলম জানান, আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনাবাসী রাষ্ট্রদূতরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু ও জিএসপি প্লাস বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে। আগামী সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে আসবেন বলেও নিশ্চিত করেন মুখপাত্র। তিনি বলেন, আলোচনা হবে দ্বিপাক্ষিক সব বিষয়ে। বাণিজ্য, পানিবণ্টন ইস্যু আলোচনার অংশ হিসেবে থাকবে। যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশের বিষয়ে...
ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, দেশের চলমান নানা ইস্যুতে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সঙ্গে এই বৈঠক করবেন। এর গত মঙ্গলবার তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন। এদিকে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেনি, তারা এই অভ্যুত্থানকে মুছে দিতে চায়। তারা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর