প্রফেসর ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে জুলাই-আগস্ট আন্দোলনের সংগ্রামীরা স্মারকলিপি জমা দিয়েছে। গত বুধবার বিকেলে তৌফিক শাহরিয়ারের নেতৃত্ব ১৩ শিক্ষার্থীর একটি দল বাংলাদেশ সচিবালয়ে গিয়ে অর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিবের নিকট স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত সিনিয়র কর্মকর্তা (নবম বিসিএস প্রশাসন ক্যাডারের) মো. শামসুল আলম বিগত ১৮ বছর ধরে বঞ্চনার শিকার। তিনি জুলাই-আগস্ট ছাত্র-গণ আন্দোলনে আমাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তাঁর প্রচার প্রচারণা এবং লেখালেখি এই গণআন্দোলনের শক্তি জোগায়। এমনকি তিনি ৩৬ জুলাই থিমটির প্রবক্তা। এরই প্রেক্ষিতে তিনি ৯ মাস ধরে এখনও বঞ্চিত হয়ে আছেন। তাঁর ওপরে চলমান এই বৈষম্য আমাদের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। জানা...
বৈষম্য নিরসনে সচিবালয়ে ছাত্রদের স্মারকলিপি, শামসুল আলমের পদোন্নতি কার্যকরের দাবি
নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমের প্রতি আস্থা ফেরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে: কাদের গনি চৌধুরী
নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফেরাতে হলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। আজ শনিবার (৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফ্যাসিবাদ আমলের গণমাধ্যমে পরিস্থিতি: আমাদের করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা জানান। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএফইজের সাবেক সভাপতি এম...
ধর্ম অবমাননা করে এখন ক্ষমাও চায় না ‘প্রথম আলো’
নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০০৭। প্রথম আলোর সাপ্তাহিক আয়োজন আলপিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে কার্টুন আঁকা হয়। ইসলাম বিদ্বেষ এবং নাস্তিক্যবাদ প্রচারই যে পত্রিকাটির উদ্দেশ্য তারা এ ধরনের কার্টুন ছেপেছিল ধর্মানুভূতিতে আঘাত দেয়ার জন্য, পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করতে। পবিত্র ইসলাম বিদ্বেষ প্রথম আলো ও ডেইলি স্টারের একটি মজ্জাগত চরিত্র। আর যখনই তারা সুযোগ পায় তখনই তারা ধর্মবিদ্বেষী তৎপরতায় লিপ্ত হয়। তেমনই একটি তৎপরতার প্রকাশ্য রূপ ছিল আলপিনে হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে কার্টুন। এই কার্টুন ছাপার পর সারা দেশ প্রতিবাদে ফুঁসে উঠে। প্রথম আলো নিষিদ্ধের দাবি তোলা হয়। সকল দল, মত ও পথের মানুষ প্রথম আলোর ধৃষ্টতায় ক্ষোভে ফেটে পরে। কিন্তু সেই সময় প্রথম আলোর ষড়যন্ত্রের ফসল এক এগারোর সরকার ক্ষমতায় ছিল। তারা প্রথম আলোকে বাঁচাতে মরিয়া হয়ে...
রাতে ঢাকাসহ ৮ জেলায় ঝড়ের আভাস
অনলাইন ডেস্ক

অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতের মধ্যে ঢাকাসহ ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। আজ শনিবার (৩ মে) বিকেলে দপ্তরটি জানায়, রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর