'রাজধানীতে ৬ কোম্পানির মাধ্যমে বাস চলবে'

'রাজধানীতে ৬ কোম্পানির মাধ্যমে বাস চলবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায় চলাচলকারী যাত্রীবাহী বাসগুলো ৬টি কোম্পানির মাধ্যমে চলবে। এর পদ্ধতি ও কৌশল কী হবে তা নিয়ে যাছাই-বাছাই চলছে।

রোববার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে ট্র্যাফিক শৃঙ্খলা সপ্তাহ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী এপ্রিলের মধ্যে রাজধানীতে আরও তিনটি এলাকায় সার্কুলার (চক্রাকার) বাস লাইন চালু করা হবে।

একটি ধানমন্ডি, মতিঝিলে ও আরেকটি উত্তরায়। এটি বাস্তবায়নের ফলে সড়কে প্রতিযোগিতামূলক গাড়ি চালানোর প্রবণতা কমবে এবং দুর্ঘটনা হ্রাস পাবে। এই কার্যক্রমের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

সুশৃঙ্খল ট্র্যাফিক ব্যবস্থা গড়তে সকলের সহযোগিতা চেয়ে কমিশনার বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সড়কের শৃঙ্খলা ফেরাতে পুলিশের প্রচেষ্টা ও আন্তরিকতার কোনও ঘাটতি নেই।  

তারপরও আইন না মানার প্রবণতার ফলে সব চেষ্টা বিফলে যাচ্ছে। এজন্য সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন মানতে হবে। ট্র্যাফিক আইন না মানলে আমরা মামলা ও জরিমানা করছি। তবে মামলা বা জরিমানাই শেষ কথা নয়। সবাইকে সচেতন হতে হবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর