সাত শতাধিক শিক্ষার্থী ফুটে তুলল বঙ্গবন্ধুর প্রতিকৃতি

সাত শতাধিক শিক্ষার্থী ফুটে তুলল বঙ্গবন্ধুর প্রতিকৃতি

হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম 

কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে ৭২০ জন শিক্ষার্থী তৈরি করল ৩ হাজার স্কোয়ার ফিট মাপের বঙ্গবন্ধুর মানব পোট্রেট। আর এটি ধারণ করা হল ড্রোন ক্যামেরার মাধ্যমে। রোববার দুপুরে ৬০ ফিট দৈর্ঘ্য ও ৪৮ ফিট প্রস্থের এই প্রতিকৃতি দেখতে ভীড় জমায় কৌতুহলী মানুষ।  

বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগের আয়োজন করে খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ কর্তপক্ষ ও পুলিশ প্রশাসন।

 

বঙ্গবন্ধুর পোট্রেটটি তৈরী করতে ২ফিট বাই ২ফিট মাপের ৯৮টি পিভিসি বোর্ড ব্যবহার করা হয়। আর এর মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে শৈল্পিকভাবে উপস্থাপন করে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ রীতা রানী দেব প্রমুখ।  

বঙ্গবন্ধু’র প্রতি ভালবাসার নিদর্শন স্বরুপ ব্যতিক্রমধর্মীভাবে এই মানব পোট্রেটটি শিক্ষার্থীরা উপস্থাপন করেছে।

আকার ও দৈর্ঘ্যরে বিচারে দেশে এটি প্রথম বড় কোন উদ্যোগ বলে জানান তিনি।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর