যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ১০৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে , আগামী ৫ ডিসেম্বর ১০৫ জনের ১৪তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তারা ওইদিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উড়োজাহাজ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। news24bd.tv/এসএম
লেবানন থেকে আরও ১০৫ বাংলাদেশি দেশে ফিরবেন আজ
অনলাইন ডেস্ক
লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৬৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আজ বুধবার আরও ৬৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর ৬৫ জনের একটি গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা করবে। তারা ওইদিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উড়োজাহাজ হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৪০ বাংলাদেশির দেশে ফেরার তথ্য জানায় দূতাবাস। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবানন থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের সবাইকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। news24bd.tv/TR...
বাংলাদেশ হাইকমিশনে হামলায় পর্তুগালে প্রবাসীদের প্রতিবাদ সভা
অনলাইন ডেস্ক
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে পর্তুগালের রাজধানী লিসবনে সোমবার রাতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আবদুল হাকিম মিনহাজ এবং সঞ্চালনায় ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স। সভায় আবদুল হাকিম মিনহাজ বলেন, দেশ রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ বলেন, দেশ রক্ষায় প্রবাসীরা সবসময় সচেতন ছিল এবং থাকবে। ভারত প্রতিবেশীসুলভ আচরণ না করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। সভায় বক্তব্য দেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোশারফ হোসাইন, সাজিদুল আলম সাজিদ, মোহাম্মদ আমান,...
কুয়ালালামপুরে হাইকমিশনের পাসপোর্ট অফিসের ঠিকানা পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট অফিসের ঠিকানা আবারও পরিবর্তন করা হচ্ছে। এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাইকমিশন। হাইকমিশনের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের ৩০ জালান আম্পাং, কুয়ালালামপুরস্থ পাসপোর্ট অফিস ও মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সার্ভার স্থানান্তরের কার্যক্রম পরিচালিত হবে বিধায় পাসপোর্ট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এতে পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য হাইকমিশন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে হাইকমিশন জানায়, আগামী ৯ ডিসেম্বর ২০২৪ থেকে হাইকমিশনের পাসপোর্ট অফিসের কার্যক্রম নতুন ঠিকানা সাউথগেট কমার্সিয়াল সেন্টার, লেভেল-২, ব্লক-ই, নম্বর-২, জালান দুয়া অব জালান চান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত