বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের ঘনিষ্ট বাবা সিদ্দিকীর মৃত্যুর পর সালমানকে কখনো ফোনে, কখনো চিঠিতে, আবার কখনো সরাসরি শুটিং ফ্লোরে ঢুকে হুমকি দেওয়া হচ্ছে। এজন্য সালমানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসবের মাঝেই হঠাৎ করে বাবা সিদ্দিকীর ছেলের সঙ্গে মুম্বাই ছাড়লেন ভাইজান। শুক্রবার (৬ ডিসেম্বর) মুম্বাই বিমানবন্দরে দেখা গেল সালমানকে। সঙ্গে বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকী। ছিলেন সালমানের দেহরক্ষী শেরাও। তবে কোথায় গিয়েছেন অভিনেতা তা জানা যায় নি। হঠাৎ শহর ছাড়ার কারণে এই সপ্তাহে বিগ বস-এর উইকেন্ড কা ওয়ার-এও থাকবেন না সালমান। তার পরিবর্তে সঞ্চালনা করবেন কোরিওগ্রাফার ফারাহ খান। প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে বিষ্ণোই গ্যাংয়ের হিট তালিকায় রয়েছেন সালমান। শোনা যায়, ওই বছর হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ে গিয়ে রাজস্থানে একটি কৃষ্ণসার...
তবে কী হুমকির মুখে মুম্বাই ছাড়লেন সালমান?
নিজস্ব প্রতিবেদক
কেন ভাঙা হচ্ছে আমির খানের অ্যাপার্টমেন্ট?
অনলাইন ডেস্ক
বলিউড অভিনেতা আমির খান। মুম্বাইয়ের অভিজাত অঞ্চল পালি হিলে তার অ্যাপার্টমেন্ট। কিন্তু ভেঙে ফেলা হচ্ছে সেই অ্যাপার্টমেন্ট। আসলে গত বছর থেকেই শোনা যাচ্ছিল এটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। অবশেষে সেটির কাজ শুরু হলো। পালি হিলে বেলা ভিস্তা ও মারিনা নামের দুটি বিলাসবহুল আবাসনের ২৪টি ফ্ল্যাটের মধ্যে ৯টিই আমিরের। জানা গেছে, সেগুলো নতুন করে নির্মাণ করা হবে। এই পুরো বিষয়টির সঙ্গেই আমির যুক্ত রয়েছেন। তিনি এবং আরও যাদের এখানে ফ্ল্যাট রয়েছে তারা এবার ৫৫ থেকে ৬০ শতাংশ বেশি এলাকা পাবেন বসবাসের জন্য। খরচ পড়বে প্রতি বর্গ ফুটে ৮০ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার রুপি। ওই অ্যাপার্টমেন্টগুলি চল্লিশ বছরের পুরনো। এখানে শুরু থেকেই থাকেন আমির ও তার পরিবার। প্রথমে বাকি আবাসিকদের ততটা উৎসাহ না থাকলেও পরে সকলেই রাজি হয়ে যান। news24bd.tv/নাহিদ...
বিয়ে করলেন ‘বাজে স্বভাব’ খ্যাত গায়ক
নিজস্ব প্রতিবেদক
বাজে স্বভাব গান দিয়ে খ্যাতি পাওয়া রেহান রাসুল বিয়ে করেছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন গায়ক নিজেই। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না গানটি দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। নিজের লেখা ও সুর করা এই গানটি দিয়ে বেশ অল্প সময়েই দর্শকমহলে নিজের জায়গা করে নেন। ফেসবুক পোস্টে ছবিতে দেখা যায়, পাত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য। রেহানের দেয়া এমন হুট করে দেয়া বিয়ের খবরে অনেকটাই চমকে গেছেন তার অনুরাগীরা। একজন অভিনন্দন জানিয়ে লিখেছেন, বাজে স্বভাব ছেলের কাছে লাল টুকটুক বউয়ের সমর্পণ! আরেকজন লিখেছেন, সত্যিই চমকে গেলাম, কেমনে কি! বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে রেহান রাসুল বলেন, সবাইকে বলে আসছি বিয়ে করব না। এমন মানুষ পাব, কখনও চিন্তাও করিনি। আমাকে সবাই যেভাবে...
রূপে-গুণে মা-কে টেক্কা, মেয়ের পড়াশোনায় মাসে কত খরচ করেন ঐশ্বরিয়া?
নিজস্ব প্রতিবেদক
বলিউড দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার কন্যার নতুন ছবিতে মুগ্ধ নেটপাড়া। ১৩ বছরেই ঐশ্বর্যর কাঁধ ছাপিয়ে গিয়েছে মেয়ে আরাধ্যা। রূপে-গুণে মা-কে টেক্কা ছোট্ট আরাধ্যার। বেশ লম্বা সময় ধরেই অভিষেকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে চর্চায় রাই সুন্দরী। এর মাঝেই এক বিয়ের অনুষ্ঠানে পাশাপাশি দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বর্যকে! ডিভোর্স জল্পনার মাঝে সেই ছবি স্বস্তি দিয়েছে বচ্চন পরিবারের ভক্তদের। এর মাঝেই আরও এক অনুষ্ঠানে একফ্রেমে পাওয়া গেল আরাধ্যা-ঐশ্বর্যকে। আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়তেই আরাধ্যার সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা। সদ্য ১৩-য় পা দিয়েছেন আরাধ্যা। এখন তিনি অফিসিয়্যালি টিনএজার। ভক্তরাও লক্ষ্য করেছেন যে গত কয়েক বছরে আরাধ্যা কতটা লম্বা হয়েছে। ঐশ্বর্যর কাঁধ ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে মেয়ে। উচ্চতার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত