১৯৯ রানের টার্গেট দিয়েও লড়াইটা ভালোই করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভার ২ বলে ৩৫ রানে দুই ইউকেট হারিয়েছে ভারত। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখতে হলে ভারতকে এই রানের মধ্যেই আটকাতে হবে যুব টাইগারদের। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে ওপেনার কালাম সিদ্দিকিকে হারায় বাংলাদেশ। ১৬ বলে মাত্র ১ রান করেন কালাম। সেট হয়েও ইনিংস বেশি বড় করতে পারেননি আরেক ওপেনার জাওয়াদ আবরার (৩৫ বলে ২০)। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের জন্য দিনটি ভালো ছিল না। ২৮ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। চতুর্থ উইকেটে ৬২ রানের লড়াকু জুটি করেন মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হাসান। এই জুটিতে বড় সংগ্রহের আশা দেখেছিল বাংলাদেশ। কিন্তু ৬৭ বলে ৪০ রানে শিহাব...
ভারতের বিপক্ষে ফাইনাল: লড়াইটা জমিয়ে তুলেছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
অনলাইন ডেস্ক
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টেস্টে ভারতকে একেবারে পাত্তাই দিলো না স্বাগতিক অস্ট্রেলিয়া। ১০ উইকেটের বিশাল ব্যবধানে সফরকারীদের হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে অজিরা। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র ২০ বলেই ভারতের দেয়া ১৯ রানের লক্ষ্য টপকে যায় অজিরা। একপেশে লড়াইয়ে জিতে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-১ সমতায় ফিরলো অস্ট্রেলিয়া। এর আগে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছিল অস্ট্রেলিয়া। ভারত যে খুব বেশি রানের লক্ষ্য দিতে পারবে না, তা বোঝা যাচ্ছিলো আগে থেকেই। প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানেই অলআউট হয় সফরকারীরা। পরে ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে রান তোলে ৩৩৭। আর তাতেই বড় লিড পেয়ে যায় তারা। আরও পড়ুন দেশবাসীর কাছে ভারতকে হারাতে দোয়া চাইলেন তামিম ০৬ ডিসেম্বর, ২০২৪...
ফাইনালে টস হার টাইগারদের, বোলিয়ের সিদ্ধান্ত ভারতের
অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে তারা। শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে জুনিয়র টাইগাররা। রোববার (৮ ডিসেম্বর) টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের ফাইনাল হারের নজির নেই। টুর্নামেন্টের সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়ন ভারত হলেও, লাল-সবুজ আছে দারুণ ছন্দে। শ্রীলঙ্কার কাছে গ্রুপের শেষ ম্যাচ হারলেও, প্রথম দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে লাল-সবুজরা। এদিকে গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হার দিয়ে আসর শুরু করা ভারত পরের দুই ম্যাচ জিতে সেমিতে পা দেয়। সেমিফাইনালে তারা শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে। বাংলাদেশ একাদশ: জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক),...
এশিয়া কাপের ফাইনাল আজ, ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
আজ (৮ ডিসেম্বর) ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ দিন। একদিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত, অন্যদিকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল ঘিরে দুই দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে চরম উত্তেজনা। গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে চমৎকার পারফরম্যান্স করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয় পেলে এটি হবে বাংলাদেশের যুবাদের জন্য বড় অর্জন। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। অন্যদিকে, ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচ আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। দুটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর