ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে বোমা হামলা ও আগুন দেওয়ার ঘটনায় ৭ বছর পর তৎকালীন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর সরকারসহ ১৭৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) ফেনী সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মো. শাফায়াত শুনানি শেষে মামলাটি তদন্ত করে ৪৫ দিনের মধ্যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এর আগে, গত ২৮ নভেম্বর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী সদর আমলি আদালতে এ মামলার আবেদন করেন। মামলায় অন্য আসামিরা হলেন- ফেনীর তৎকালীন সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক...
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ৭ বছর পর মামলা
অনলাইন ডেস্ক
শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: চরমোনাই পীর
অনলাইন ডেস্ক
চলমান ইস্যু নিয়ে ভারত সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন, তাহলে এ দেশের মানুষ সেই বিষদাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে। ভারত বন্ধু রাষ্ট্র বললেও এখনো তারা বন্ধুর কোনো পরিচয়ই দিতে পারেনি। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চরমোনাই পীর আরও বলেন, সবাইকে সর্তক থাকতে হবে। আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ যারা করেছে তাদের দলের বড় নেতারা কর্মীদের ফেলে টুন টুনা টুন টুন হয়ে গেছে।...
যুব মহিলা লীগ নেত্রী যুথী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
যুব মহিলা লীগের নেত্রী আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার যুথী মো. আজাদ জোমাদ্দারের মেয়ে ও ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার সংবাদ মাধ্যমকে জানান, যুথীর বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে। পিরোজপুর সদর থানার আব্দুস সোবাহান ওসি জানান, ককটেল বিস্ফোরণ করে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।...
পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক প্রস্তাব জমা দিল বিএনপি
অনলাইন ডেস্ক
পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনে পুলিশ প্রশাসন সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেনের কাছে বিএনপির পক্ষ থেকে এ প্রস্তাব জমা দেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবেক সচিব এস এম জহিরুল ইসলাম দলের পক্ষ থেকে এ প্রস্তাব জমা দেন। উল্লেখ্য, পুলিশ প্রশাসনিক সংস্কারে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদকে প্রধান করে একটি কমিটি গঠন করেছিল বিএনপি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর