বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪ জন এবং পুলিশ সুপার পদমর্যাদার ১৬ জনসহ পুলিশের মোট ২০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপনে এই বদলি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনে সই করেন। বদলি হওয়া কর্মকর্তাদের মেট্রোপলিটন, রেঞ্জ ডিআইজি কার্যালয়, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিবিআই, ডিএমপি, শিল্পাঞ্চল পুলিশ ও আরআরএফসহ বিভিন্ন ইউনিটে পাঠানো...
পুলিশের ২০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে যে বার্তা দিল সরকার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ভারতের সঙ্গে বিদ্যমান স্থল সীমান্ত চুক্তির আওতায় সীমান্ত-সম্পর্কিত সমস্যাগুলো আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমাধানের প্রত্যাশা করছে। সোমবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে শান্তি রক্ষা এবং সমস্যা সমাধানের জন্য দ্বিপাক্ষিক চুক্তির কাঠামোর মধ্যে গঠনমূলক আলোচনা প্রয়োজন। বাংলাদেশ এ বিষয়ে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার শূন্যরেখায় ভারতীয় নাগরিকদের সঙ্গে সংঘর্ষে তিনজন বাংলাদেশি আহত হন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর আগে, ৭ জানুয়ারি চৌকা সীমান্তে...
নির্বাচনী আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন
অনলাইন ডেস্ক
নির্বাচনী আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছে নির্বাচন কমিশনের (ইসি) সংস্কার কমিশন। সুপারিশগুলো পর্যালোচনা শেষে ইসি আনুষ্ঠানিক নির্দেশনা প্রদান করবে। প্রাথমিক প্রস্তুতি হিসেবে ইসি কর্মকর্তারা দ্রুত কাজ সম্পন্নের উদ্যোগ নিচ্ছেন। ইসি সূত্রে জানা গেছে, সংস্কার কমিশন নির্বাচনী আচরণবিধিতে ব্যানার, তোরণ ও পোস্টারের পরিবর্তে লিফলেট ব্যবহার, ভোটার-প্রার্থী মুখোমুখি অনুষ্ঠান, পত্রপত্রিকায় বিজ্ঞাপন, সরকারি গণমাধ্যমে প্রচারের সম-সুযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য সাইবার সুরক্ষা অধ্যাদেশ মেনে চলার বিধান সুপারিশ করেছে। এছাড়াও, ১৯৯০ সালের তিন জোটের রূপরেখার মতো রাজনৈতিক দলের জন্য আচরণবিধি প্রণয়নের কথা বলা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সুপারিশগুলোতে বলা হয়েছে: - একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন - জাতীয়...
টিকা নিয়ে ‘ভুল তথ্যে’ বিক্ষোভে প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্য প্রবাসীদের মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক, এমন ভুল তথ্যে সকাল থেকে স্কয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। পরে বিক্ষোভকারীরা জানান, এজেন্সিগুলোর ভুল তথ্যের কারণেই এমন হয়রানি শিকার হয়েছেন তারা। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর প্রায় ৩০০ জন প্রবাসী পান্থপথে স্কয়ার হাসপাতাল টিকা নিতে আসেন। এসময় টিকার মজুদ না থাকায় রাস্তা আটকে বিক্ষোভ করেন প্রবাসীরা৷ পরে মিছিল নিয়ে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে যান তারা৷ এসময়, এই টিকা শুধু ওমরাহ ও ভিজিট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষ এমনটি জানালে আন্দোলন স্থগিত করেন তারা৷ যদিও এর আগে, সড়ক অবরোধ ও মিছিলের কারণে যানজটের ভোগান্তিতে পড়েন পান্থপথ ও আশপাশের এলাকার মানুষ৷...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর