ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে ঘাগড়া ইউনিয়নের বাড়েরা ও মরাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সজিব মিয়া (২০) তিনি বাড়েরা এলাকায় মজিদের ছেলে। অপরজন সুরুজ মিয়া (৬০) মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে। নিহত সজিবের প্রতিবেশী চাচা মো. আজাদ জানান, ঘটনার সময় নিহত সজীব গরুর খাবার জন্য ফসলি মাঠে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে সে একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু ঝড়ের কবলে গাছটি উপড়ে গিয়ে সজীব চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। বর্তমানে তাঁর দাফন-কাপনের প্রস্তুতি চলছে। অপরজন মরাকুড়ি এলাকার বাসিন্দা সুরুজ মিয়া বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন এসময় ঝড়ে একটি ডাল তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোতোয়ালি...
ঝড় থেকে বাঁচতে গাছের নিচে, ডালের চাপায় প্রাণ ঝরল দুজনের
ময়মনসিংহ প্রতিনিধি

বিএনপি নেতার বাড়ি থেকে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুবায়েরের বাড়ি থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ মে) রাজপাশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম বাবু আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ভাইজি জামাই এবং তার গ্রামের বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর বাবু প্রায়ই একই গ্রামের বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে রাত যাপন করতেন। শনিবার রাতেও তিনি জুবায়েরের বাড়িতে ছিলেন। রোববার সকালে সেখান থেকেই শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আদালতে পাঠানো হয়। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, বাবু শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে...
বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের সময় যুবককে ধরে পুলিশে সোপর্দ

গাজীপুরে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। শনিবার (১১ মে) বিকেলে নগরীর কাশিমপুরের এনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভুক্তভোগীর বাবা-মা দুজনেই চাকরির সুবাদে বাইরে থাকেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বিল্লাল দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছিলেন। সবশেষ শনিবার বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে স্থানীয়দের জড়ো করেন ভুক্তভোগীর বাবা। পরে দরজা ভেঙে হাতেনাতে আটক করা হয় বিল্লালকে। এ সময় উত্তেজিত জনতা গণধোলাইয়ের পর তাকে পুলিশে সোপর্দ করে। একই দিন বাগবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ রইছ উদ্দিন ও মোহাম্মদ বেলাল নামে আরও দুইজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান,...
বজ্রপাতে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জনের মৃত্যু
কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দেশের দুই জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। রোববার (১১ মে) বিকেলে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই কৃষক এবং সবাই মাঠে কাজ করছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন চারজন। নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন আব্দুর রাজ্জাক (৩৫)। একই উপজেলার গোকর্ণ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বজ্রপাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়। এদিকে, আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের নিজ জমিতে খড় গোছানোর সময় বজ্রপাতে মারা যান শেখ সেলিম মিয়া (৬০) ও জামির খাঁ (২২)। নাসিরনগর থানার ওসি খাইরুল আলম ও আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহগুলো পরিবারের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর