রাজধানীর বাংলামোটরে রূপায়ণ সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজের জান্নাতুল মিম (২২), আবরার (২২), আল আমিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের আসিফ (২৪) এবং ডেমরার বড় মাদরাসার ছাত্র মাসুদ (২৪) রয়েছেন। আহত আল আমিন জানান, যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভায় তাদের একজন সহযোদ্ধার ওপর হামলা চালানো হয়। এর প্রতিবাদে বিষয়টি আলোচনা করতে কেন্দ্রীয় কার্যালয়ে গেলে নাঈম আসাদ বিন রনি, রিফাত রশিদ ও হৃদয়ের নেতৃত্বে তাদের ওপর আবারও হামলা চালানো হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। এ বিষয়ে...
বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
অনলাইন ডেস্ক
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা: ‘ওয়ান স্টপ’ সেবায় জোর
অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালকে কেন্দ্র করে ওয়ান স্টপ সেবা হিসেবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরাও মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন। এক ছাতার নিচে চিকিৎসা সম্পন্ন করতে কাজ চলছে। তার সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে পরবর্তী চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত করা হবে। ডা. জাহিদ বলেন, ওনার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে এবং আরও কিছু পরীক্ষার পরিকল্পনা রয়েছে। খালেদা জিয়ার কিডনি, লিভার ও হার্টের জটিলতাকে গুরুত্ব দিয়েই চিকিৎসা...
জামায়াত আমির ও চরমোনাই পীরের সাক্ষাতে কী কথা হলো?
অনলাইন ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশালের চরমোনাই জামিয়া রশীদিয়া আহছানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় মাদ্রাসার বিভিন্ন অংশ পরিদর্শন করেন জামায়াতের আমির এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। চরমোনাই পীর বলেন, আমাদের কাজ ইসলামের পক্ষে, দেশের পক্ষে ও মানবতার পক্ষে। স্বাধীনতার পর ৫৪ বছরে জাতি তাদের প্রত্যাশা পূরণ হয়নি। দুর্নীতি ও দুঃশাসনের কারণে এ দেশ তার মর্যাদায় পৌঁছাতে পারেনি। আল্লাহর বিধান প্রতিষ্ঠা ছাড়া শান্তি অসম্ভব। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি। দেশের শতকরা ৯১ ভাগ মানুষ মুসলমান, তবে সবাই মিলে...
বেগম খালেদা জিয়ার জন্য দ্য লন্ডন ক্লিনিকে খাবার নিয়ে হাজির তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নিজ বাসা থেকে খাবার নিয়ে এসেছেন ছেলে তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টা ১২ মিনিটে প্রতিদিনের মতো দ্য লন্ডন ক্লিনিকে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী জুবায়দা রহমান। এর আগেহ ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গমন করেন। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর