সিলেটের সীমান্ত যেনো চোরাকারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই সিলেটের কোন না কোন সীমান্তে জব্দ করা হচ্ছে কোটি টাকার চোরাচালান। বাংলাদেশ থেকেও যাচ্ছে বিভিন্ন পণ্য। মাঝেমধ্যে ধরা পড়ছে চোরাকারবারে সাথে জড়িতরা। এতো কিছুর পরেও থামানো যাচ্ছেনা চোরাকারবারিদের দৌরাত্ম্য। ধরাছোঁয়ার বাহিরে রয়েছে মূলহোতারা। সচেতন মহল বলছে, চোরাকারবারে অধিক মুনাফা হওয়ায় বিশাল বিশাল চালান জব্দের পরও এ পথ ছাড়ছে না সিন্ডিকেট। ভারত থেকে এসব পণ্য চোরাই পথে বাংলাদেশে আসায় একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে সীমান্তে বাড়ছে অপরাধ। আর সীমান্তরক্ষী বাহিনীর বলছে সীমান্তে তৎপরতা বাড়ানোর ফলে চোরাচালান জব্দের পরিমাণ বেড়েছে। সিলেট বিভাগে চারটি জেলার সাথেই রয়েছে প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত। এসব সীমান্তে রয়েছে দুর্গম এলাকাও। এর সুযোগ নিয়ে এসব সীমান্ত...
সিলেট সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?
সিলেট প্রতিনিধি
![সিলেট সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/15/1736934561-ee39e396820627b053ea7fb104826fc9.jpg?w=1920&q=100)
ভারতের অভ্যন্তরে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরানোর চেষ্টা
অনলাইন ডেস্ক
![ভারতের অভ্যন্তরে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরানোর চেষ্টা](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/15/1736929753-732ef076e36a1586fb3e68c24bbc2a11.jpg?w=1920&q=100)
ঠাকুরগাঁও সীমান্তের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের পর আলিমুল রহমান (৪৫) নামের ওই ব্যক্তি বিএসএফের হাতে আটক হন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফের ১৫২ নম্বর বড়বিল্লা ক্যাম্পের সদস্যরা তাকে আটকের সময় তিনি সীমান্তের ৩৮০ নম্বর পিলারের কাছে অবস্থান করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত বিজিবি ও স্থানীয় সূত্রের মতে, ওই ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের অনুপ্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। তবে তিনি ভারতের অভ্যন্তর থেকে আটক হয়েছেন। বিজিবি জানিয়েছে, এ ঘটনার পর ঠাকুরগাঁও ৫০ বিজিবি সীমান্তে পতাকা বৈঠকের জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ এখনও আটক ব্যক্তি আলিমুল রহমানকে বাংলাদেশে...
নারায়ণগঞ্জে দুই কারখানায় আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
![নারায়ণগঞ্জে দুই কারখানায় আগুন নিয়ন্ত্রণে](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/15/1736928474-6d4160280e21d156100ec0d9841b2432.jpg?w=1920&q=100)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাশাপাশি অবস্থিত দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে গোদনাইল চৌধুরীবাড়ি বউ বাজার শান্তিনগর এলাকায় আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের চেষ্টায় তা সাড়ে নয়টায় নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণ আনতে ছয়টি ইউনিট কাজ করেছে। স্থানীয়রা জানান, শান্তিনগর এলাকার নূরে আলমের মালিকানাধীন একটি সুতার কোন তৈরির ফ্যাক্টরিতে প্রথমে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি প্লাস্টিক কারখানায়। এতে উভয় ফ্যাক্টরির সকল পণ্য পুড়ে যায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আমরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। মোট ৬টি ইউনিট কাজ করেছে। আগুনের সূত্রপাত আর...
সীমান্তের বাসিন্দাদের সচেতন করছে বিজিবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
![সীমান্তের বাসিন্দাদের সচেতন করছে বিজিবি](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/15/1736928003-6d4160280e21d156100ec0d9841b2432.jpg?w=1920&q=100)
বাংলাদেশ-ভারত সীমান্ত সুরক্ষিত রাখতে সীমান্তবর্তী এলাকার মানুষকে সচেতন করছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ধনতলা বিওপি সীমান্ত এলাকার বাসিন্দানের নিয়ে ধনতলা উচ্চ বিদ্যালয় মাঠে একটি সচেতনতামূলক সভা করে বিজিবি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রাব্বানি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদসহ বিজিবির অফিসারা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় উপাসনালয়ের লোকজন ও শিক্ষক প্রতিনিধিগণ। সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রাব্বানি বলেন, আপনারা যারা সীমান্তে চাষাবাদ...