আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নতুন কৌশল নিচ্ছে ভারত। সম্প্রতি দুবাইয়ে ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিশ্রির সঙ্গে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির বৈঠক এ কৌশলের অংশ। এটি তালেবান ও ভারতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে। তালেবানের ক্ষমতা দখলের পর ভারতের আফগানিস্তান নিয়ে কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়েছিল। তবে বর্তমান পরিস্থিতি নতুন আঙ্গিকে মোড় নিচ্ছে। বৈঠকে চাবাহার বন্দর উন্নয়নসহ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছে তালেবান। চাবাহার বন্দর পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দরকে পাশ কাটানোর ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। বিশ্লেষকদের মতে, এ সম্পর্ক উন্নয়ন তালেবানকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত বহন করে, যা তাদের জন্য একটি বড় অর্জন।...
তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ছে ভারত!
অনলাইন ডেস্ক
![তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ছে ভারত!](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/21/1737431140-f9d109d885b62f087edfcd5481d7e24f.jpg?w=1920&q=100)
‘বড়ই কৃতজ্ঞ’ ট্রাম্প, শপথ নিয়েই সেই ১৫শ আসামিকে ক্ষমা
অনলাইন ডেস্ক
![‘বড়ই কৃতজ্ঞ’ ট্রাম্প, শপথ নিয়েই সেই ১৫শ আসামিকে ক্ষমা](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/21/1737430134-e06d061a77a7bde916b8a91163029d41.jpg?w=1920&q=100)
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই একরোখা। যা বলেন তা করেন বা করার চেষ্টা করেন। তার বিশেষ গুণ তিনি নিজের লোকদের ভুলেন না এবং ভালো রাখেন। বড় কৃতজ্ঞ লোকও তিনি; মার্কিন গণমাধ্যমে বিষয়টি অনেকবার উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই তা আবারও প্রমাণ করলেন ট্রাম্প। শপথ নেওয়ার পরপরই ক্ষমা করে দিলেন ১৫শ জনকে; যারা তার জন্যই ২০২১ সালে লড়াই করে আটক হন। মঙ্গলবার (২১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় এক হাজার ৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদমাধ্যমটি বলছে, শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে ট্রাম্প ঘোষণা করেন যে ওভাল হাউজে পৌঁছেই তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন। পরে ১...
দায়িত্ব নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
অনলাইন ডেস্ক
![দায়িত্ব নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/21/1737429024-264837f317d681d6f55b8faf227737dc.jpg?w=1920&q=100)
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পরপরই একগুচ্ছ নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে জো বাইডেনের শাসনামলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কিছুক্ষণ পরই তিনি সেসব নির্বাহী আদেশে সই করেছেন। ট্রাম্পের অন্যতম প্রথম পদক্ষেপ ছিল প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার। একই সঙ্গে ফেডারেল সরকারের বিভিন্ন নীতিমালায় পরিবর্তন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একটি আদেশ জারি করেন। ওভাল অফিসে ফিরে ট্রাম্প আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আদেশে সই করেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা এবং জন্মসূত্রে...
ট্রাম্প প্রশাসনের নির্দেশে বাইডেনের জ্যেষ্ঠ কূটনীতিকদের পদত্যাগের চাপ
অনলাইন ডেস্ক
![ট্রাম্প প্রশাসনের নির্দেশে বাইডেনের জ্যেষ্ঠ কূটনীতিকদের পদত্যাগের চাপ](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/21/1737425185-380e7e0d1c3fdff5ec7a0635eb5f1b6c.jpg?w=1920&q=100)
যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের দায়িত্বে থাকা এক ডজনেরও বেশি জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলেছে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির। পররাষ্ট্রনীতি পুনর্গঠনের অংশ হিসেবে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিভিন্ন সূত্র জানিয়েছে, বাইডেন প্রশাসনের আন্ডার সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্তরের কর্মকর্তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। এর মধ্যে অন্যতম জন বাস, যিনি রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন নীতির দায়িত্বে থাকা এই জ্যেষ্ঠ কূটনীতিকের বিদায়ের খবর প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প প্রশাসনের শপথ গ্রহণের আগে পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। ট্রাম্প শিবির ইউক্রেন-রাশিয়ার মধ্যে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর