যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়, সরকার জবাবদিহিতা ও ন্যায়বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর জন্য বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করা হবে। সানডে টাইমসকে এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণের কাছে টিউলিপ সিদ্দিকের ক্ষমা চাওয়া উচিত। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে যেসব দুর্নীতি হয়েছে, সেগুলোর বিচারের জন্য আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করবে...
টিউলিপের পদত্যাগের পর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি
অনলাইন ডেস্ক
![টিউলিপের পদত্যাগের পর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/15/1736884447-a76f2a5a190ca22c74f64127d08fe60b.jpg?w=1920&q=100)
৬০০ সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োগ হচ্ছে, দৈনিক পাবেন ৫৬০ টাকা
অনলাইন ডেস্ক
![৬০০ সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োগ হচ্ছে, দৈনিক পাবেন ৫৬০ টাকা](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/14/1736868249-55b311bdce9ee55b2d4659277b12ce8c.jpg?w=1920&q=100)
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক ট্রাফিক পুলিশ সদস্য হিসেবে ৬০০ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়কের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সহায়তার জন্য তারা প্রত্যেকে পাবেন দৈনিক ৫৬০ টাকা। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি প্রস্তাবে শর্ত সাপেক্ষে সায় দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের উদ্যোগের অংশ হিসেবে ট্রাফিক পুলিশের কাজে সহায়তার জন্য তাদের নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যরা চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন প্রর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা করে কাজ করবেন। দিনে দুই পালায় কাজ করার সুযোগ থাকছে। এই হিসাবে সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যদের পেছনে চলতি অর্থবছরের ২৪৫ দিনে আট কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র...
নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা
প্রেস বিজ্ঞপ্তি
![নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/14/1736865951-23f1552e496419c2f5fe164dadf5f596.jpg?w=1920&q=100)
সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৫৯ জন প্রশাসনিক (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হলো। পদোন্নতির পর তাঁদের ওএসডি করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন দপ্তরে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করবে। এছাড়া জাতীয় বেতন-স্কেল ২০১৫ অনুযায়ী এসব কর্মকর্তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। news24bd.tv/নাহিদ শিউলী
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সংলাপ, জাতীয় পার্টি কি থাকছে?
![জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সংলাপ, জাতীয় পার্টি কি থাকছে?](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/14/1736865156-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রস্তুত হলেও আগামীকাল মঙ্গলবার (১৫ জানুয়ারি) এটি ঘোষণা করা হচ্ছে না। এটা নিয়ে আগামী বৃহস্পতিবার সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। তবে সেই আলোচনায় জাতীয় পার্টিকে রাখবে না সরকার। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। খসড়া তৈরি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সবার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সে দিন কবে ঘোষণা করা হবে সেই তারিখ জানানো হবে। উপদেষ্টা বলেন, খসড়ার ধারাগুলোতে মোটামোটি সবাই একমত। তবে কিছু কিছু ধারা নিয়ে রাজনৈতিক দলগুলোরে আপত্তি আছে। আলোচনা করে সমাধান করা হবে। এই আলোচনায় জাতীয় পার্টিকে বাইরে রাখা হবে। এই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর