যুক্তরাজ্যে পাঁচ মসজিদে হাতুড়ি হামলা, ভাঙচুর

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যে পাঁচ মসজিদে হাতুড়ি হামলা, ভাঙচুর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে এক রাতে পাঁচটি মসজিদে হাতুড়ি হামলা চালিয়ে মসজিদগুলোর  জানালা ভাঙচুর করা হয়েছে।

এসব হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী তদন্ত এবং আগামী শুক্রবারের জুমার নামাজের আগে মসজিদগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানায় যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল।

এতে বলা হয়, গত রাতে উইটন রোড ইসলামিক সেন্টারে হামলা করে সাতটি জানালা এবং দুটি দরজা ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়েছেন মসজিদটির ইমাম শারাফাত আলি।

তিনি বলেন, রাত দেড়টা থেকে দুইটার মধ্যে এই হামলা হয়।

এদিকে হামলার পর সারারাত সতর্ক ছিল বলে জানিয়েছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। তারা এখনো হামলা উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানাতে পারেনি। ওয়েস্ট মিডল্যান্ডস কাউন্টার টেরোরিজম ইউনিটও ঘটনাটি তদন্ত করছে।

এছাড়া আলবার্ট রোড, বার্চফিল্ড রোড, স্লেড রোড এবং ব্রডওয়ে রোডের মসজিদে একই ধরনের হামলা হয়।