নিউজিল্যান্ডের পত্রিকায় আরবি হরফে সালাম

পত্রিকার পাতায় আরবি হরফে লেখা সালাম

নিউজিল্যান্ডের পত্রিকায় আরবি হরফে সালাম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ শুক্রবার আবার জুমআর নামাজ পড়া হবে। এ উপলক্ষে আজ দেশটির জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় আরবি হরফে ছাপা হয়েছে কেবল ‌‘সালাম, শান্তি’।

দেশটির আল নুর ও লিনউড মসজিদে নারকীয় সন্ত্রাসী হামলায় যে অর্ধশত মুসল্লি নিহত হয়েছেন তাদের স্মরণে ও মুসলমান সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে দৈনিকগুলো এমন উদ্যোগ নিয়েছে।

দেশটির জাতীয় দৈনিক দ্য প্রেসের প্রথম পাতায় বড় অক্ষরে আরবিতে সালাম লেখা রয়েছে।

এর নিচেই লেখা ইংরেজিতে সালাম, শান্তি।

নিচে লেখা, রাত ১:৩২, ক্রাইস্টচার্চে এলোপাতাড়ি গুলিতে নিহতদের জন্য আমরা দুই মিনিট নিরবতা পালন করেছি। এরপর এক এক করে নিহতদের নামগুলো উল্লেখ করা হয়েছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় নিহতদের সবার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট পরিবারগুলোকে অবগতও করা হয়েছে। লাশগুলো এখন তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এর আগে মঙ্গলবার ৩০ জনের লাশ শনাক্তের পর পরিবারের হাতে তুলে দেয়া হয়। এর মধ্যে প্রথম ধাপে বুধবার পাঁচজনের লাশ ‘ক্রাইস্টচার্চ মেমোরিয়াল সিমেটারি’ কবরস্থানে দাফন করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর