উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত দুই দিন ধরে থেমে থেমে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে আজ বুধবার (২৮ মে) ভোররাত থেকে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। জেলা আবহাওয়া অফিস মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ২৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এদিকে উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বাতাসের চাপ না বাড়লেও অমাবশ্যার জোয়ের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। গত দুইদিন ধরে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সমুদ্রের তীড়ে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র...
উপকূলে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সংকেত উঠলো তিনে
অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বালু টানা ট্রলির নিচে চাপা পড়ে লিমন শেখ (৩৫) নাম ট্রলি চালক নিহত হয়েছে। আজ বুধবার সকালে কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাধাগঞ্জ এলাকায় বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়ায় ফিরছিলেন লিমন। এসময় কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে পৌঁছালে দ্রুত গতির কারণে ট্রলিটি সড়কের উপর উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে চালক লিমন মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার লিমনকে মৃত ঘোষণা করেন। নিহত ট্রলি চালক লিমন শেখ কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।...
ফেসবুকে পদত্যাগপত্র প্রকাশ করেও শেষ রক্ষা হলো না, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা
অনলাইন ডেস্ক

ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফরিদ উদ্দিন পাটোয়ারী ফেসবুকে পদত্যাগপত্র প্রকাশ করলেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার (২৭ মে) ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ২০১৭ সালে চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ফরিদ উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে পূর্বের মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।...
পঞ্চগড়ে বৈষম্যহীন প্রেসক্লাব গড়ার অঙ্গীকার সাংবাদিকদের
পঞ্চগড় প্রতিনিধি

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন প্রেসক্লাব গঠন করতে পঞ্চগড়ে পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেছেন। সেইসঙ্গে পঞ্চগড় প্রেসক্লাবের অবকাঠামোসহ গঠনতন্ত্র সংস্কার করে একটি আধুনিক প্রেসক্লাব গঠনে সকল সাংবাদিকরা একমত পোষণ করেছেন। মঙ্গলবার (২৮ মে) দুপুরে পঞ্চগড়ে প্রেসক্লাব মিলনায়তনে জুলাই আগস্ট পরবর্তী মতবিনিময় সভায় এসব অঙ্গীকার করেন জেলায় কর্মরত সাংবাদিকরা। সভায় পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সরকার হায়দারের সভাপতিত্বে পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার সাজ্জাদুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি যুগান্তরের প্রতিনিধি এস এ মাহমুদ সেলিম, পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক চ্যানেল ২৪ এর এ হোসেন রায়হান, একাত্তর টিভির রফিকুল ইসলাম, বিজয় টিভির ইনসান সাগরেদ, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, এটিএন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর