বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কারাগারে প্রায় ৬ বছর কনডেম সেলে রাখা হয়েছিল বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সদ্য কারামুক্ত লুৎফুজ্জামান বাবরকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এর আগে দীর্ঘ ১৭ বছর পর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি জিয়াউর রহমানের কবরে আসেন বাবর। কারামুক্তির পর কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শেরেবাংলা নগর আসতে তিন ঘণ্টা লেগে যায় বাবরের গাড়িবহরের। জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে নিজ নির্বাচনী এলাকা এবং দলের হাজার কর্মীদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব...
বাবরকে ৬ বছর কনডেম সেলে রাখা হয়: নজরুল ইসলাম
অনলাইন ডেস্ক
![বাবরকে ৬ বছর কনডেম সেলে রাখা হয়: নজরুল ইসলাম](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/17/1737128893-3fc2d8b6353f53f8d333f937392fc0ba.jpg?w=1920&q=100)
দুপুর বেলা রান্না ভাতও খেয়ে যেতে পারলেন না হাসিনা: জামায়াত আমির
চুয়াডাঙ্গা প্রতিনিধি
![দুপুর বেলা রান্না ভাতও খেয়ে যেতে পারলেন না হাসিনা: জামায়াত আমির](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/17/1737125300-6a2a7385c3b402930eaa610e58719e63.jpg?w=1920&q=100)
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছর দুঃশাসনের পরে দুপুরবেলা রান্না ভাতও খেয়ে যেতে পারলেন না হাসিনা। এই জাতির মধ্যে বীর সন্তানদের জন্ম হয়ে গেছে। এখন কাপুরুষ আর চোরের দল সুবিধা করতে পারবে না। এই বীরেরা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, আমরা রক্ত দিয়ে স্বাধীনতাকে রক্ষ করব। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতা কোন মামুর বাড়ির বিষয় না, এটি জাতির পক্ষ থেকে বিশাল আমানত যা আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন। তিনি বলেন, সাড়ে ১৫ বছর দুঃশাসনের বাংলাদেশ ছিল। শেষ পর্যন্ত দুপুরবেলা রান্না ভাতও খেয়ে যেতে পারলেন না। গাছ খারাপ বলে গাছ কাটা পড়েছে। কিন্তু আগাছা রয়ে গেছে। এগুলোকেও...
কাল সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
অনলাইন ডেস্ক
![কাল সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/17/1737121907-1dff0ca0f2f72383ad107261dfa57343.jpg?w=1920&q=100)
আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জানা গেছে, দেশের অর্থনৈতিক মুদ্রাস্ফীতি ও ভ্যাট বাড়ানো বিষয়টি সংবাদ সম্মেলনে তুলে ধরবে বিএনপি। news24bd.tv/নাহিদ শিউলী
শেখ পরিবারের জিন বলেই দুর্নীতি থেকে বেরোতে পারেনি টিউলিপ: রিজভী
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছে, লেখাপড়া করেছে। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিকাল যে লাইন, সেই লাইন সে ক্রস করতে পারেনি। আর করতে পারেনি বলেই তার বিরুদ্ধে এই অভিযোগগুলো, দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ টি এম খালেদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফার্মগেট কৃষি ইন্সটিটিউট অব বাংলাদেশ-এ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ভারত কী কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্নও তোলেন বিএনপির এই মুখপাত্র। তিনি বলেন, আজকে শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে আছে? শেখ হাসিনার দুটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর