সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি হ্রাস পেতে পারে। শুক্রবার (১৭ জানুয়ারি) মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শুক্রবার (১৭ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শনিবার (১৮...
তাপমাত্রা নিয়ে নতুন খবর দিলো আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক
বিশ্ব ইজতেমার জন্য উচ্ছেদ অভিযানের তারিখ জানা গেলো
নিজস্ব প্রতিবেদক
আগামী ৩১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হতে যাওয়া এ ইজতেমার প্রস্তুতি কাজ ইতোমধ্যে ৭০ ভাগ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজগুলো চলমান রয়েছে বলে জানিয়েছেন, বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি আশা করেন, নির্ধারিত সময়ের আগেই সেগুলো সম্পন্ন করতে পারবেন। শুক্রবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইজতেমা ময়দানের আশপাশে অবৈধ উচ্ছেদের কিছু বিষয় আছে। জেলা প্রশাসক রোববার থেকেই উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন। তবে আমি অনুরোধ জানাব উচ্ছেদ অভিযানে আজকের মধ্যে যেন বিভিন্ন দোকানপাটসহ অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন, ইজতেমার সার্বিক প্রস্তুতির কাজ তাবলিগ জামায়াতের শীর্ষ মুুরুব্বি...
রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তির পক্ষে ৬৮% মানুষ: জরিপ
অনলাইন ডেস্ক
সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে একটি জাতীয় জনমত জরিপ পরিচালিত হয়েছে, যার ফলাফলে দেখা যায়, ৬৮% মানুষ রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তির পক্ষে মত দিয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালিত এই জরিপটি নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব তৈরির জন্য গত ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন চালায়। জরিপের খসড়া প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা যায়, ৬৮% জনগণ রাষ্ট্রপতি হিসেবে নির্দলীয় ব্যক্তিকে দেখতে চান, যেখানে ২৯% মানুষ দলীয় ব্যক্তির পক্ষে। একই জরিপে ৮৩% মানুষ সরাসরি জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে মত প্রকাশ করেছেন, এবং ১৩% সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে। এছাড়া, ৬৫% মানুষ আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করার বিষয়ে সমর্থন...
অন্তর্বর্তী সরকারের প্রশংসায় হিউম্যান রাইটস ওয়াচ
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের বার্ষিক প্রতিবেদন ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৫ এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার উল্লেখ করেছে। তবে, ওই সময়ের গুমের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে প্রশংসিত করা হয়েছে। সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে একশোটির বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এবং ছাত্র-জনতার আন্দোলনরত অবস্থায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে গুলিবর্ষণের ফলে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং কয়েক হাজার লোক আহত হয়। তবে, বর্তমান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর