নতুন নির্বাচনের দাবিতে এপ্রিলে ঐক্যফ্রন্টের আন্দোলন

ছবি সংগৃহীত

নতুন নির্বাচনের দাবিতে এপ্রিলে ঐক্যফ্রন্টের আন্দোলন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নতুন করে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। পুরো এপ্রিল মাসে বিভাগীয় ও জেলা শহরে গণশুনানি ও কর্মিসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত গণশুনানির প্রতিবেদন বাংলায় ও ইংরেজিতে প্রকাশ করে তা বিদেশে পাঠানোর ঘোষণা দেয় ঐক্যফ্রন্ট।

শুক্রবার (২২ মার্চ) পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্ট কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হয়।

ঐক্যফ্রন্টের অন্যতম সংগঠন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এই কর্মসূচি ঘোষণা করেন।

ঐক্যফ্রন্টের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ৩০ মার্চ মানববন্ধন ও ৩১ মার্চ কর্মিসমাবেশ। কর্মসূচি ঘোষণার আগে স্টিয়ারিং কমিটি ঘণ্টাব্যাপী বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ ঠিক করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা ইকবাল সিদ্দিকী প্রমুখ।

সংবাদ সম্মেলনের শুরুতেই আ স ম আব্দুর রব বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা দাবি করেছিলাম নতুন নির্বাচনের, সরকার কর্ণপাত করেনি। আমরা আমাদের দাবিতে এখনও অনড় রয়েছি।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর