বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ আগামী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জোট ও বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা। সভায় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আবদুল আলী, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার ও নজরুল ইসলাম, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস এবং বাংলাদেশ...
বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক ইকবাল কবির জাহিদ
অনলাইন ডেস্ক
![বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক ইকবাল কবির জাহিদ](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/21/1737424404-b3ce20aa55ff15a0be83a4cbd1b869ff.jpg?w=1920&q=100)
‘জিয়াউর রহমান খাঁটি ও ইমানদার মুসলমান ছিলেন’
সিরাজগঞ্জ প্রতিনিধি
![‘জিয়াউর রহমান খাঁটি ও ইমানদার মুসলমান ছিলেন’](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/21/1737399060-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ওলামাদের উদ্দেশে বলেছেন, জিয়াউর রহমান শুধু সৈনিক বা প্রেসিডেন্ট ছিলেন না, তিনি একজন খাঁটি ও ইমানদার মুসলমান ছিলেন। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যার পর সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, অহংকারের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু হাসিনা অংহকার করেছিলেন, যেমন করেছিলেন ফেরাউন। আল্লাহ অহংকারীকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তাই ফেরাউনকে ডুবিয়েছে, আর হাসিনার কপালে রান্না করা খাবারও জোটেনি। তাকে আল্লাহর হুকুমে জনগণের তোপের মুখে পালাতে হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও বেগম জিয়া, তার পরিবারসহ তৃণমূলের কোনো...
‘আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন’
![‘আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন’](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/20/1737387356-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
রাষ্ট্রের সংস্কার হলে গণঅভ্যুত্থানে আর কাউকে জীবন দিতে হবে না বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ আসাদ থেকে শহীদ আবু সাঈদ: গণঅভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের রাজনীতির রোডম্যাপ শিরোনামে আলোচনা সভায় তারা এ কথা বলেন। সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই জনপদের মানুষের গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের অনন্য দিক হলো, এই অভ্যুত্থানের পর ছাত্ররা রাজনৈতিক নেতৃত্বের হাতে দেশ গঠনের ভার ন্যস্ত করে হাত গুটিয়ে বসে থাকেনি। এ কারণে তারা অনেকের গাত্রদাহে পরিণত হয়েছেন। চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতাকে রাষ্ট্র সংস্কারে...
দেশ মেরামতে সৎ ও মেধাবীদের খুঁজে বের করার তাগিদ তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
![দেশ মেরামতে সৎ ও মেধাবীদের খুঁজে বের করার তাগিদ তারেক রহমানের](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/20/1737376674-cdba7ede577d1029a4cac74c4a0d751b.jpg?w=1920&q=100)
বিএনপি দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে নিয়ে গেছে। সোমবার (২০ জানুয়ারি) বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন তারেক রহমান। নবায়ন করেন নিজের প্রাথমিক সদস্যপদও। এসময় দেশ মেরামতে সৎ, পরিশ্রমী ও মেধাবীদের খুঁজে বের করার তাগিদ দেন তিনি। আওয়ামী লীগ শাসনামলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বীকৃতি দিতে ও পুরনোদের উজ্জীবিত করতে দলের সদস্য পদ নবায়নের এই কার্যক্রম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দল পুনর্গঠন ছাড়া রাষ্ট্র মেরামত সম্ভব নয়। তিনি আরও বলেন, দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয়। মেধাবীদের অন্তর্ভুক্ত করে এই কার্যক্রম এগিয়ে নিতে হবে। দল পুনর্গঠন করে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর