‘দুঃশাসনের কারণে বিএনপির ছয় আসন’

সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ

‘দুঃশাসনের কারণে বিএনপির ছয় আসন’

ভোলা প্রতিনিধি

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে স্বাধীনতা ও মূল্যবোধকে ধ্বংস করে স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে স্থান দিয়েছে। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের মন্ত্রী বানিয়েছে। যার কারণে আজ বিএনপির এ পতন হয়েছে।

শনিবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তৃতীয় দিনের মতো তৃর্ণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

তোফায়েল আহমেদ আরো বলেন, ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এসে দুঃশাসন চালিয়েছে। এমন কোনো অপকর্ম নেই যে খালেদা জিয়ার ওই আমলে হয়নি। দুঃশাসনের কারণে ২০০৮ সালে নির্বাচনে বিএনপি ২৮টি আসন পেয়েছে।

আর এবার পেয়েছে মাত্র ছয়টি।  

তিনি আরো বলেন, ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। এখানে অনেক শিল্পকারখানা গড়ে উঠবে। ভোলা হবে শিল্প নগড়ি।  ভোলাই হবে সিঙ্গাপুর।  

ভোলা সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পদাক জহিরুল ইসলাম নকীব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ প্রমূখ।  

(নিউজ টোয়েন্টিফোর/রায়হান/তৌহিদ)

সম্পর্কিত খবর