মামলার ভয় পেলে দায়িত্ব ছাড়ুন: গয়েশ্বর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মামলার ভয় পেলে দায়িত্ব ছাড়ুন: গয়েশ্বর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘ভিতু’ বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব ছাড়তে বললেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, ‘আপনারা যারা মামলা মোকাদ্দমায় ভয় পান তারা দয়া করে দায়িত্ব ছেড়ে দেন। যারা ভয় পান না আগামী দিনে তারাই দায়িত্ব পালন করবেন। ’

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে এসব কথা বলেন গয়েশ্বর।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘৩০ ডিসেম্বরে নির্বাচন নিয়ে হতাশ হওয়ার কোনও কারণ নেই। কেননা এখন বিএনপি নয়, গোটা দেশের মানুষের ওপর দুঃশাসন চলছে। এটা থেকে রক্ষা পেতে হলে বিএনপিকে এগিয়ে আসতে হবে। তাই আমি বলবো, ভয় পেলে দায়িত্ব ছাড়ুন, নির্ভীকরা দায়িত্ব নেবেন।

এ ব্যাপারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যবস্থা নিতে আহ্বান জানান গয়েশ্বর।  

‘মহাসচিব ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো যারা মামলা মোকাদ্দমা উপেক্ষা করে রাজপথে থেকে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে জোরদার করবে তাদের দায়িত্ব দেন’, বলেন বিএনপির এ নেতা।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘আজকে খুশির বিষয় হচ্ছে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে তৃণমূলের নেতাকর্মীরা এগিয়ে এসেছেন। আমরা সবাই জানি খালেদা জিয়ার মামলাগুলো সবই মিথ্যা। ’ 

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে উল্লেখ বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা প্রমাণ করবো দেশের মানুষ তাদের প্রয়োজনে গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্ত করবে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর