‘প্রাধানমন্ত্রীল নির্দেশ না মানা ফ্যাশন’: নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম

‘প্রাধানমন্ত্রীল নির্দেশ না মানা ফ্যাশন’: নাসিম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রাধানমন্ত্রীল নির্দেশ না মানা এখন ‘ফ্যাশন’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বলেছেন, সড়ক নিরাপদ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণ সভা ও চলমান রাজনীতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নাসিম।

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সড়ক নিরাপদ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, উনি নিজে চেষ্টা করছেন।

তারপরও নির্দেশ বাস্তবায়ন হচ্ছে না। তাঁর নির্দেশ না মানা এখন ‘ফ্যাশন’ হয়ে গেছে। ’

‘একের পর এক মানুষ নিহত হচ্ছে সড়কে। ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে, আমি যখন মন্ত্রী ছিলাম তখন কাজ করেছি, প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন, পার্লামেন্টে আলোচনা হয়েছে।

কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সেগুলো বাস্তবায়ন করতে হবে। ’

নাসিম বলেন, প্রশাসনকে বলা হয়েছে, সড়ক পরিবহন সেক্টরকে বলা হয়েছে, এমনকি পুলিশসহ সব আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছিল সেগুলো বাস্তবায়ন করতে। তাহলে কেন সেগুলো বাস্তবায়ন হচ্ছে না?

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর