আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আন্দোলনকারীদের ওপর হামলা নিয়ে সরকার যে বিবৃতি দিয়েছে, তা সময়োপযোগী হলেও যথেষ্ট নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সরকারের বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের আদিবাসী হিসেবে পরিচয় না দেওয়ায় ক্ষোভ জানিয়েছে দুর্নীতিবিরোধী সংগঠনটি। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও নারাখা নিয়ে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে গত বুধবার সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। পরে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা অভিযোগ করে, স্টুডেন্টস ফর সভারেন্টি নামের একটি সংগঠন তাদের ওপর হামলা করেছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা জানায় অন্তর্বর্তী সরকার।...
আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলায় সরকারের বিবৃতি যথেষ্ট নয়: টিআইবি
অনলাইন ডেস্ক
কত টাকা করে ভাতা পাচ্ছেন ইমাম-মুয়াজ্জিনরা?
অনলাইন ডেস্ক
দেশের ইমাম-মুয়াজ্জিনকে সম্মানি ভাতা দেবে সরকার। প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ মসজিদের খাদেমরাও পবেন এই ভাতা। প্রাথমিকভাবে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৪ হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পারেন। শুরুতে দেশের মোট মসজিদের ১০ শতাংশ মসজিদে প্রথম দফায় এ কর্মসূচি চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্যের কমিটি গঠন করেছে। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৬ যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ...
৩ ঘণ্টা পর হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগ বাজারে ৭ তলা ভবনের ৫ তলায় ট্যানারি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। প্রায তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে এই দিন দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আরও পড়ুন আরও পড়ুন হাজারীবাগে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ১৭ জানুয়ারি, ২০২৫ ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,শুক্রবার দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনের সাত তলা ভবনের ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ধাপে ধাপে ১২টি ইউনিট পাঠানো হয়। পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা...
সাংবাদিকদের যৌক্তিক বেতন নিশ্চিত করতে হবে: শফিকুল আলম
অনলাইন ডেস্ক
সাংবাদিকতা নিয়ে কাজ করতে হলে মালিকপক্ষকে সাংবাদিকদের যথাযথ মর্যাদা ও যৌক্তিক বেতন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব: নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সিনিয়র সাংবাদিক আকবর হোসেন মজুমদার সব সাংবাদিকের জন্য যৌক্তিক বেতন কাঠামো নিশ্চিতের প্রস্তাব দেন। ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই শীর্ষক ওই সভায় শফিকুল আলম আরও বলেন, ভবিষ্যতে গণমাধ্যমে যাতে রাষ্ট্রীয় গোয়ান্দা সংস্থাগুলো হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, গণমাধ্যমের জন্য নিজস্ব কন্টেন্টে কপিরাইট বিষয়ে জোর দিতে হবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর