ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ৩টি ফেরি। বুধবার (২২ জানুয়ারি ) দিনগত রাত ৩টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায, রাত ১টার পর থেকে কুয়াশার কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ৩টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।ফলে দুর্ঘটনা এড়াতে রাতে ৩টা ৪০ মিনিট থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৩টি ফেরি। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাক মোহাম্মদ সালাহউদ্দিন...
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ) দিনগত রাত ২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত থেকে নদী ও আশেপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে মধ্য রাত ২টা থেকে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদীপথে কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক রাখা...
রাবিতে জুলাই শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সালেহ হাসান নকীব। উপ উপাচার্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, শিক্ষকবৃন্দসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সাল থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে আছে,ভবিষ্যতেও থাকবে। ছাত্র রাজনীতির দীর্ঘ দিনের অচলায়তন ভেঙে ছাত্র রাজনীতি হোক ছাত্রদের কল্যাণের জন্য। সন্ত্রাস, চাঁদাবাজি, হল দখলের অপরাজনীতি নিপাত যাক। শিক্ষার্থীরা মুক্তি পাক।...
বিএনপি-জামায়াতপন্থী প্যানেল জয়ী
অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল। এতে অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার (বিএনপি) এবং অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম (জামায়াত) সমর্থিত প্যানেলের ১৭ জন বিজয়ী হন। আজ বুধবার (২২ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিএনপি-জামায়াতপন্থী একক প্যানেলকে জয়ী ঘোষণা করা হয়। এ বিষয়ে অভিযোগ উঠেছে যে, হুমকি-ধমকি, বাঁধা প্রদান এবং ভয়ভীতি প্রদর্শন করায় আওয়ামীপন্থী আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে বিজয়ী প্যানেলের সভাপতি এই অভিযোগ অস্বীকার করেছেন। সিরাজগঞ্জ আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কায়ছার আহমেদ লিটন জানান, ৩১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং ৩০ জানুয়ারি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর