নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ইসলাম গ্রহণের দাওয়াত

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ইসলাম গ্রহণের দাওয়াত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার পর মুসলিম সম্প্রদায়কে সহমর্মিতা জানাতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছিল দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। এতে গোটা মুসলিম বিশ্বের প্রশংসাও পান তিনি।

তার পদক্ষেপগুলোর মধ্যে ছিল- দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন (টিভি এনজেড) ও রেডিওতে (রেডিও এনজেড) জুমার নামাজের আজান সম্প্রচার, জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় আরবি হরফে ছাপা হয় ‘সালাম, শান্তি’, জুমআর দিন মাথা স্কার্ফে ঢেকে রাখেন দেশটির সব নারী, জাতীয়ভাবে পালন করা হয় এক মিনিটের জায়গায় দুই মিনিটের নীরবতা।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় গণমাধ্যমে জুমার আজান

এসব ঘটনার পর আরেক ঘটনা ঘটিয়েছে এক মুসলিম যুবক।

তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছেন। জাসিন্দার সঙ্গে যুবকের কথোপকথনের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এতে দেখা যায়, ক্রাইস্টচার্চে হামলায় নিহত পরিবারদের সমবেদনা জানাচ্ছেন জাসিন্দা আরডার্ন।

এ সময় এক মুসলিম যুবক কিইউ প্রধানমন্ত্রীকে বলেন, গত তিনদিন যাবৎ আমি লাগাতার কাঁদছি।

আপনি একজন অতুলনীয় ব্যক্তিত্ব। বিশ্বের অন্যান্য প্রধানমন্ত্রীরা আপনার মতো হবে বলে আমি আশা করি।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের নারীরা ‘স্কার্ফ পরবেন’

ওই যুবক বলেন, আমার বিশ্বাস আপনি একদিন ইসলাম গ্রহণ করবেন। জাসিন্দা আরডার্ন মুচকি হেসে বলেন, ইসলাম মানবতার শিক্ষা দেয়, আমার মনে হয় এটি আমার মধ্যে আছে।

এদিকে জাসিন্দা আরডানের ভূমিকার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের পত্রিকায় আরবি হরফে সালাম

আরও পড়ুন: নিউজিল্যান্ডের হামলার ভিডিও প্রচার করে ধরা কিশোর

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)