এক সপ্তাহের বেঁধে দেওয়া সময়ের তৃতীয় দিনেই বিয়ের ওপর কর আইন প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিস্তারিত আসছে...
বিয়ের ওপর থেকে কর প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি মামলা প্রত্যাহার: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
আগামী ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি মামলা প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, আমরা ২৫ জেলায় আড়াই হাজার গায়েবি বা রাজনৈতিক হয়রানিমূলক মামলা চিহ্নিত করেছি, যা আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ৩৩২টি স্পিচ অফেন্স বিচারাধীন মামলা আছে। ১১৩টি মামলা প্রত্যাহার হয়েছে ইতোমধ্যে। আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্সের সব মামলা বাতিল করা হবে। আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রত্যাহার বা সংশোধনের কাজ করছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এটা নিয়ে আরও কাজ করছে তারা। এরপর সিদ্ধান্ত হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল আরও বলেন, ৫ আগস্টের আগের এবং পরের গায়েবি...
বেনজীরের সাভানা ইকো পার্কে বিপুল পরিমাণ কর ফাঁকি
নিজস্ব প্রতিবেদক
সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্টে আয়কর নথি যাচাই করে বড় অঙ্কের কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর। অভিযান শেষে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল এসব তথ্য জানান। তারা আরও জানান তদন্ত শেষে প্রয়োজন হলে মামলাও করা হবে। সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল অভিযান চালায়। ১৫ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটে পার্কে প্রবেশ করে। বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং অফিস পক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই-বাছাই করেন। পরে এনবিআর কর্মকর্তা শাহ মোহাম্মদ ফজলে এলাহী সাংবাদিকদের জানান, করফাঁকির তথ্যের ভিত্তিতে অভিযানে আসেন তারা। বিপুল পরিমাণ কর ফাঁকি দেয়া হয়েছে। তবে আরও তদন্ত প্রয়োজন। একইসাথে কী পরিমাণ সম্পদ পার্কে রয়েছে এবং দখল করা হয়েছে কি...
দুদকের জালে চুমকি ও জাকির
নিজস্ব প্রতিবেদক
এবার দুদকের জালে ফাঁসলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও জাকির হোসেন। অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এই দুই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে দুদক কার্যালয়ে এই তথ্য জানান দুদক মহাপরিচালক। এসময় তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেয়ের আফরোজ ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তিনি আরও জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। এছাড়া কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহানের বিরুদ্ধে ৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর