ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান বলেছেন ছাগলকাণ্ড আমার জীবনের জন্য অভিশাপ। রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে করা মামলায় গ্রেপ্তার মতিউর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে মতিউর দাবি করেন, তিনি আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার। এর আগে গতকাল বুধবার সকালে গ্রেপ্তারের পর বিকেল ৫টার দিকে মাইক্রোবাসে করে আদালতে এজলাসে এনে রাখা হয় মতিউরকে। এদিন সকালে পুলিশ মতিউর ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করে। মতিউর রহমান নিজের পরিবারের কেউ দুর্নীতিবাজ নয় বলে আদালতে দাবি করেন। আদালতে এ সংক্রান্ত বিষয়ে কথোপকথন চলার সময় মতিউর রহমান বলেন, ছাগলকাণ্ড আমার...
ছাগলটি কোথায়—আদালতের প্রশ্নে মতিউর বললেন, আছে
নিজস্ব প্রতিবেদক
![ছাগলটি কোথায়—আদালতের প্রশ্নে মতিউর বললেন, আছে](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/16/1737027130-85b6f89b41cae26786ac72365fff771b.jpg?w=1920&q=100)
চিঠি পেয়েও ফেরত আসেননি কূটনীতিকরা, যা বলছে মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
![চিঠি পেয়েও ফেরত আসেননি কূটনীতিকরা, যা বলছে মন্ত্রণালয়](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/16/1737026796-ee0950dc057eabae00ffbcdb678210b7.jpg?w=1920&q=100)
পটপরিবর্তনের পর ১৯ কূটনীতিককে ফেরত আসতে চিঠি পাঠিয়েছিলো পররাষ্ট্র মন্ত্রণালয়। যাদের মধ্যে বেশির ভাগ এসেছেন। তবে যারা আসেননি তারা ছুটিতে বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে একথা জানান তিনি। মুখপাত্র বলেন, জুলাই আগস্টে আহত ১৩ জনকে ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।অতিসত্বর আরও ১৪ জনকে পাঠানো হবে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার ইস্যুতে তিনি বলেন, যেসব জায়গায় ১৫০ গজ মানা হয়নি তা খতিয়ে দেখা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশন প্রধান আমন্ত্রণ পেয়েছেন। তিনি আরও জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যোগ দিতে আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা ড....
‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২৩’ বাতিল
অনলাইন ডেস্ক
![‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২৩’ বাতিল](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/16/1737026779-c0a31d6f68f9656673f33577c8bcca29.jpg?w=1920&q=100)
জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখার জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য জানান। এতদিন বিগত সরকার এই এনআইডি কার্যক্রমের আইন ইসির কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে ২০২৩ সালে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২৩ পাশ করে। ইসি জানিয়েছে, আজ ওই আইন বাতিল করে নতুন আইনে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয়েছে। সেই মোতাবেক এখন এনআইডি ইসির অধীনেই আছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে উপদেষ্টারাসহ সুশীল সমাজ এবং দেশের সাধারণ মানুষ এই কার্যক্রমটি ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আসছে শুরু থেকেই। তারা ২০২৩ সালের নতুন...
খাদ্য নিরাপত্তা ও অপচয় রোধে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা সই
নিজস্ব প্রতিবেদক
![খাদ্য নিরাপত্তা ও অপচয় রোধে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা সই](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/16/1737025164-f904caa81ae94a6f1c1ca7548c01125b.jpg?w=1920&q=100)
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং খাদ্যের অপচয় কমানোর জন্য খাদ্য মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডসের কো-মুভ ফাউন্ডেশনের মধ্যে এক সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে টেকসই খাদ্য গ্রহণ প্রচলিত করে খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নীতি ও উদ্যোগ গ্রহণ করা হবে। বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত ও মহত্ অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কো-মুভ ফাউন্ডেশন নেদারল্যান্ডস এর পরিচালক মি. ডাউটজেনবার্গ এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব জিয়াউদ্দীন আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিতরা আশা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর