অবশেষে বদলে গেল পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা পোশাক চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন মেলে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে ব্রিফিংইয়ে এ তথ্য নিশ্চিত করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে তাদের মন-মানসিকতার পরিবর্তন হতে হবে। জানা গেছে, ১৮টি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করে। পরে সেখান থেকে তিনটি পোশাক নির্বাচন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, পুলিশের পোশাকের রঙ হবে আয়রন, র্যাবের পোশাকের রঙ অলিভ এবং আনসারের পোশাকের রঙ গোল্ডেন হুইট। আরও পড়ুন...
বদলে গেল পুলিশ-র্যাব-আনসারের পোশাক
নিজস্ব প্রতিবেদক
![বদলে গেল পুলিশ-র্যাব-আনসারের পোশাক](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/20/1737357647-c75fbaac9a5e94741f5e6f56774bcb1e.jpg?w=1920&q=100)
পুলিশ-র্যাব-আনসারের পোশাক পরিবর্তন নিয়ে নতুন করে যা জানা গেল
অনলাইন ডেস্ক
![পুলিশ-র্যাব-আনসারের পোশাক পরিবর্তন নিয়ে নতুন করে যা জানা গেল](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/20/1737356809-0e8493fdacce770f9fdbfa30fcafc95e.jpg?w=1920&q=100)
ফ্যাসিবাদী সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। সেসময় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড.এম সাখাওয়াত হোসেন পুলিশের পোশাক-লোগো পরিবর্তন নিয়ে বেশ এগিয়েও যান। তবে এরপর আর কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। অবশেষে জানা গেল, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে। এমনটি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র। আজ সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন মিলতে পারে।স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে যুব ও ক্রীড়া, পরিবেশ, বিদ্যুৎ জ্বালানি, শিল্পসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত আছেন। জানা গেছে, এরইমধ্যে ১৮টি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছে। সেখান থেকে...
ভোটকেন্দ্র দখলের বিরুদ্ধে জনপ্রতিরোধের ডাক সিইসির
অনলাইন ডেস্ক
![ভোটকেন্দ্র দখলের বিরুদ্ধে জনপ্রতিরোধের ডাক সিইসির](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/20/1737356721-119032380428f1b3b410971cdc185976.jpg?w=1920&q=100)
ভোটকেন্দ্র দখলের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার (২০ জানুয়ারি) ঢাকার সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সিইসি বলেন, যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, ইসি সেদিন মনে করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠা আজ থেকে শুরু হলো। সিইসি আরও বলেন, মানুষের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। ভোটের বাক্স যেন কেউ দখল করতে না পারে। ভোটের দিন যেন কেউ ভোটকেন্দ্র দখল না করতে পারে সেজন্য জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সর্বশেষ ২০২২ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য...
‘৫১তম আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত
নিজস্ব প্রতিবেদক
![‘৫১তম আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/20/1737356650-328d943a6b15837f527d1354d83dd687.jpg?w=1920&q=100)
৫১তম আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ কুর্মিটোলা গলফ কোর্সে সমাপ্ত হয়েছে। দেশি-বিদেশিসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৫০০ জন গলফার অংশগ্রহণ করেন এ টুর্নামেন্টে। গত ১৭ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি উপস্থিত থেকে টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হাসান (অব.) উইনার, মেজর শেখ মো. ইউসুফ রেজা (অব.) রানার আপ এবং মিসেস শামীম আরা সাদেক লেডি উইনার হওয়ার গৌরব অর্জন করেন। ১৮ জানুয়ারি কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হল-এ বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিরা। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়া আরও উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর