ইসরাইলের আয়রন ডোমকে ফাঁকি দিল গাজার রকেট

রকেট হামলা

ইসরাইলের আয়রন ডোমকে ফাঁকি দিল গাজার রকেট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে তেল আবিবের মিশমেরেত এলাকায় দীর্ঘ পাল্লার রকেট হামলা চালিয়েছে গাজা। এতে একটি বাড়ি ধ্বংস হয়েছে। আহত হয়েছে অন্তত সাতজন বসতি স্থাপনকারী।

ইসরাইল বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর পর এ হামলা চালানো হয় বলে খবরে জানা গেছে।

হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়াহু আমেরিকা সফর সংক্ষিপ্ত করেছেন।

রকেট হামলার আগ মুহূর্তে তিনি সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রকেট হামলার কারণে মধ্য তেল আবিবে সাইরেন বাজানো হয়। গত দুই বছরের মধ্যে এটা রকেট হামলার বিষয়ে প্রথম সতর্কতামূলক পদক্ষেপ।

স্থানীয়রা জানিয়েছে, তারা বিস্ফোরণের শব্দ শুনেছে এবং কথিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর