তুরস্ককে ফের সতর্ক করল যুক্তরাষ্ট্র

এস-৪০০

তুরস্ককে ফের সতর্ক করল যুক্তরাষ্ট্র

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে ফের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির মার্কিন সেনাপ্রধান জেনারেল সেফ ড্যানফোর্ড সোমবার এ সতর্কবার্তা দেন।

আটলান্টিক পরিষদে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, তুরস্কের এ পদক্ষেপ আঙ্কারার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। দুদেশ আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে পারে বলে পরামর্শও দিয়েছেন তিনি।

মার্কিন সেনাপ্রধান বলেন, তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনলে ওয়াশিংটনের পক্ষে আঙ্কারাকে এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করা সম্ভব নাও হতে পারে।

‌‘আমেরিকা এ ব্যাপারে তুরস্ককে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ’

জেনারেল ড্যানফোর্ড বলেন, ইউরোপ ও ইউরেশিয়াসহ অন্যান্য অঞ্চলে আমেরিকার ক্ষমতা খর্ব করতে চায় রাশিয়া এবং এ কারণে দেশটি সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে।

কিন্তু মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য দেশ হিসেবে রাশিয়ার এ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করা তুরস্কের উচিত হবে না বলে তিনি মন্তব্য করেন।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনলে তুরস্ককে ‘বিপজ্জনক পরিণতি’ ভোগ করতে হবে।

তবে তুরস্ক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই বরং আঙ্কারা ও মস্কোর যৌথ স্বার্থে এই ব্যবস্থা কিনছে তুরস্ক।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর