নির্বাচনী আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছে নির্বাচন কমিশনের (ইসি) সংস্কার কমিশন। সুপারিশগুলো পর্যালোচনা শেষে ইসি আনুষ্ঠানিক নির্দেশনা প্রদান করবে। প্রাথমিক প্রস্তুতি হিসেবে ইসি কর্মকর্তারা দ্রুত কাজ সম্পন্নের উদ্যোগ নিচ্ছেন। ইসি সূত্রে জানা গেছে, সংস্কার কমিশন নির্বাচনী আচরণবিধিতে ব্যানার, তোরণ ও পোস্টারের পরিবর্তে লিফলেট ব্যবহার, ভোটার-প্রার্থী মুখোমুখি অনুষ্ঠান, পত্রপত্রিকায় বিজ্ঞাপন, সরকারি গণমাধ্যমে প্রচারের সম-সুযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য সাইবার সুরক্ষা অধ্যাদেশ মেনে চলার বিধান সুপারিশ করেছে। এছাড়াও, ১৯৯০ সালের তিন জোটের রূপরেখার মতো রাজনৈতিক দলের জন্য আচরণবিধি প্রণয়নের কথা বলা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সুপারিশগুলোতে বলা হয়েছে: - একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন - জাতীয়...
নির্বাচনী আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন
অনলাইন ডেস্ক
টিকা নিয়ে ‘ভুল তথ্যে’ বিক্ষোভে প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্য প্রবাসীদের মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক, এমন ভুল তথ্যে সকাল থেকে স্কয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। পরে বিক্ষোভকারীরা জানান, এজেন্সিগুলোর ভুল তথ্যের কারণেই এমন হয়রানি শিকার হয়েছেন তারা। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর প্রায় ৩০০ জন প্রবাসী পান্থপথে স্কয়ার হাসপাতাল টিকা নিতে আসেন। এসময় টিকার মজুদ না থাকায় রাস্তা আটকে বিক্ষোভ করেন প্রবাসীরা৷ পরে মিছিল নিয়ে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে যান তারা৷ এসময়, এই টিকা শুধু ওমরাহ ও ভিজিট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষ এমনটি জানালে আন্দোলন স্থগিত করেন তারা৷ যদিও এর আগে, সড়ক অবরোধ ও মিছিলের কারণে যানজটের ভোগান্তিতে পড়েন পান্থপথ ও আশপাশের এলাকার মানুষ৷...
কাউকে নির্বাচন থেকে দূরে রাখা কমিশনের উদ্দেশ্য নয়: বদিউল আলম
নিজস্ব প্রতিবেদক
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের উদ্দেশ্য নয়। কিন্তু যারা এতো মানুষ হত্যা করেছে, গুরুতর অপরাধ করেছে তারা আবার রাষ্ট্র চালাক এটা মানুষ চায় না। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বদিউল আলম বলেন, আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না। তবে যারা জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে তারা নির্বাচনে অংশ নেবে কিনা, ভবিষ্যতে ক্ষমতায় যাবে কিনা তা সিদ্ধান্ত নেবে দেশের জনগণ ও রাজনৈতিক দল। এদিকে, ৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল, এমন সুপারিশ করা হয়েছে বলেও জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। তিনি আরও জানিয়েছেন, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে...
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেইজিংয়ে তারা এই দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এদিন স্থানীয় সময় সকালে বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইর সঙ্গে কী নিয়ে বৈঠক হয়েছে, সেটি অবশ্য জানা যায়নি। এর আগে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে সোমবার দেশটিতে সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বেইজিং সফর শেষে সাংহাই যাবেন। তিন দিনের সফর শেষে আগামী ২৪ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর