নরসিংদীর ‘শীর্ষ সন্ত্রাসী’ ঢাকায় নিহত

বন্দুকযুদ্ধ

নরসিংদীর ‘শীর্ষ সন্ত্রাসী’ ঢাকায় নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর মাটিকাটা এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে র‌্যাব-১১ এর সদস্যদের সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় নূর আলম নামে র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত শফিক নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, নরসিংদীর অপরাধীদের তালিকায় এক নম্বর আসামি ছিলেন শফিকুল। তাকে আমরা দীর্ঘদিন ধরেই খুঁজছিলাম। তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করতে গেলেই শফিকুল ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে শফিকুল গুলিবিদ্ধ হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

নিহত শফিকুল তিনটি হত্যা মামলা, চারটি অস্ত্র মামলাসহ অন্তত এক ডজন মামলার পলাতক আসামি বলে জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর