মালিতে হামলার নিহত বেড়ে ১৫৭

ঘটনাস্থল পরিদর্শন করছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোওবাকার কেইটা

মালিতে হামলার নিহত বেড়ে ১৫৭

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আফ্রিকার দেশ মালিতে বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহত বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। মঙ্গলবার মালি সরকারের মুখপাত্র আমাদোও কোতিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ মার্চ স্থানীয় সময় ভোর চারটায় দেশটির ওগোসাগোও ও ওয়েলিনগারা গ্রামে হামলা চালায় বন্দুকধারীরা।

 

স্থানীয় এক কর্মকর্তা জানান, ঐতিহ্যবাহী ডগন শিকারীদের পোশাক পরে বন্দুকধারীরা গ্রাম দুটিতে হামলা চালায়। মূলত সেখানকার ফুলানি সম্প্রদায়ের মুসলিম ধর্মের অনুসারী অধিবাসীদের বিদ্রোহী সন্দেহে প্রতিপক্ষ ভেবে এ হামলা চালিয়েছে তারা।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী ছাড়াও শিশু ও বৃদ্ধও রয়েছেন।  

সম্প্রতি দেশটিতে জাতিগত দ্বন্দ্বের জেরে আল-কায়েদা সমর্থিত জঙ্গিগোষ্ঠী এবং ইসলামী স্টেট (আইএস) মালি এবং পার্শ্ববর্তী দেশ বুর্কিনা ফাসো ও নাইজারে চোরাগোপ্তা হামলা চালিয়ে আসছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর