সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেল কঙ্গনা রনৌত অভিনীত ছবি ইমারজেন্সি। কিন্তু মুক্তি পাওয়ার পরও যেন জটিলতা পিছু ছাড়ল না এই ছবির। পাঞ্জাবের একাধিক জায়গায় মুক্তি পায়নি এই ছবিটি। বরং শিখ গোষ্ঠী বিরোধিতা করেছে এই ছবির। শুক্রবার (১৭ জানুয়ারি) ইমারজেন্সি ছবিটি মুক্তি পাওয়া মাত্রই পঞ্জাবের একাধিক সিনেমা হলের বাইরে বিক্ষোভ দেখা গেছে। ফলে রাজ্যের একাধিক জায়গায় মুক্তি পায়নি ছবিটি। এখানে মুখ্য ভূমিকায় (ইন্দিরা গান্ধীর) চরিত্রে দেখা গেছে কঙ্গনা রনৌতকে। ইমার্জেন্সি ছবিটি পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন অভিনেত্রী নিজেই। ছবিটিতে উঠে এসেছে ভারতের ২১ মাস ব্যাপী জরুরি অবস্থার কথা যা ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চলেছিল। জানা যায়, ইমারজেন্সি ছবিটির সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতেও বেশ বেগ পেতে হয়েছিল। বিতর্ক উসকেছে নানা সময়। দাবি করা...
কঙ্গনার ‘ইমারজেন্সি’ মুক্তির পর পাঞ্জাবে শিখ গোষ্ঠীর বিক্ষোভ
অনলাইন ডেস্ক
সাইফের ওপর হামলার নতুন মোড়!
অনলাইন ডেস্ক
নিজ বাড়িতে ছয়বার ছুরিকাঘাতের শিকার বলিউড অভিনেতা সাইফ আলি খান। এই মুহূর্তে তিনি রয়েছেন মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে। এ হামলার তদন্তে থাকা পুলিশ বলছে, এক কোটি টাকা দাবিই ছিল হামলাকারীর উদ্দেশ্য। তবে এ হামলায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর সংযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাইফ আলি খানের ওপর জঘন্য আক্রমণের খবরে বিজেপি সরকারের সমালোচনা করেছেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গুজরাটের জেলে বসে থাকা একজন গ্যাংস্টার, যিনি নির্ভয়ে কাজ করছে। মনে হচ্ছে তাকে রক্ষা করা হচ্ছে। অরবিন্দ আরও বলেন, বিষ্ণোই গ্যাং গত বছর সালমান খানের বাসভবনে হামলা করেন। মহারাষ্ট্রের...
সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় যুবক আটক
অনলাইন ডেস্ক
বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানায়, বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে ওই যুবককে আটক করা হয়। ঘটনার পর মুম্বাই পুলিশ সাত সদস্যের দল গঠন করে চিরুনি অভিযান শুরু করে। এদিকে শুক্রবার সকালে বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযানের সময় ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। এর আগে বুধবার রাতে সাইফের ওপর হামলা হয়। হামলাকারী সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি মুম্বাইয়ের...
ভারতের ভিসা পেলেন না পরীমণি
অনলাইন ডেস্ক
ফেলুবক্সী সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী পরীমণি। ওপার বাংলার প্রতিম ডি গুপ্তের ছবি চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেছেন অপূর্ব। গত ২০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায় কলকাতায়। কিন্তু অপূর্ব ও পরীমনি কেউই যেতে পারলেন না সেখানে। আর কারণটি হচ্ছে ভারতের ভিসা না পাওয়া। পরীমণি কলকাতায় যেতে না পারার কারণে বৃহস্পতিবার বিকেলে এক স্ট্যাটাসের মাধ্যমে লিখেছেন, আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ কলকাতায় আমার সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে! আমার কাছে এই ছবিটি অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসা টা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাই কে। কান্না পাচ্ছে আমার। পরী আরও লিখেছেন, ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর