গাজায় আবারও ইসরাইলের বিমান হামলা

ফাইল ছবি

গাজায় আবারও ইসরাইলের বিমান হামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার রাত থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালাচ্ছে তারা। খবর আনাদলুর।

ইসরাইল সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার সন্ধায় হামাস গাজার দক্ষিণপ্রান্ত থেকে আশকেলনে সীমান্তে রকেট হামলা চালিয়েছে।

এর জবাবে মঙ্গলবার রাত ও বুধবার সকালে হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ করে বিমান হামলা চালায় তারা।

তবে হামাসের ছোড়া রকেটে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানায়নি ইসরাইল।

বুধবার সকালে রাফাতে ইসরাইলি সেনাবাহিনী নতুন করে বিমান হামলা শুরুর পর দক্ষিণাঞ্চলীয় ইসরাইলি শহর আশকেলনে রকেট হামলার আগাম সতর্ক সংকেত বাজানো হয়। সেখানে গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেটকে প্রতিহত করার দাবি করেছে ইসরাইল।

দেশটির সেনাবাহিনীর দাবি, তারা রাফাত এলাকায় হামাসের সামরিক কম্পাউন্ডের ভেতরে কয়েকটি আস্তানায় বিমান হামলা চালিয়েছে।

সোমবার সকালে গাজা উপত্যকা থেকে তেল আবিব রকেট হামলা করলে এর জবাবে সন্ধ্যা থেকে দখলদার ইসরাইল বাহিনী প্রচণ্ড হামলা শুরু করে।

মিশরের মধ্যস্থতায় সোমবার রাতে যুদ্ধবিরতিতে সম্মত হলেও মঙ্গলবার সকালে ফের হামলা শুরু করে ইসরাইল।

মঙ্গলবার সকাল থেকেই সীমান্তের কাছকাছি ইসরায়েলিদের লক্ষ করে রকেট হামলার শব্দ শোনা গেছে। হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েলি সৈন্যরা।
 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর