পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্টে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে এনবিআর সদস্যরা রিসোর্টে তথ্য সংগ্রহ শুরু করছেন। বেনজীর আহমেদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অভিযোগ, গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর সাভানা ইকো রিসোর্ট এবং পার্ক তৈরি করার সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের ভয় দেখিয়ে এবং নানা কৌশলে জমি কিনেছেন। বর্তমানে, রিসোর্ট ও অন্যান্য স্থাপনা মিলে ওই এলাকায় তার দখলে ১ হাজার ৪০০ বিঘা জমি রয়েছে। গত বছরের ৫ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিনিধি দল সাভানা রিসোর্ট পরিদর্শন করে এবং এর আগে ৩ জুন পার্কটি বন্ধ করে দেয়...
বেনজীরের সাভানা ইকো পার্কে ফের অভিযান
নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতার বাড়িতে ককটেল মেরে পালালো দুর্বৃত্তরা
শরীয়তপুর প্রতিনিধি
![বিএনপি নেতার বাড়িতে ককটেল মেরে পালালো দুর্বৃত্তরা](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/21/1737441262-90e9a18916774415e635b552bfb10c25.jpg?w=1920&q=100)
শরীয়তপুর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরলাউলানী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মতিউর রহমান সাগর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি নড়িয়া উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক। সোমবার দিনগত রাতের আধারে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এদিকে বোমা বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, গত রাতে কে বা কারা আমার বাড়িতে...
লালমনিরহাটে আজ ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস
লালমনিরহাট প্রতিনিধি
![লালমনিরহাটে আজ ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/21/1737439059-a881df4960cf8c1e5683ba62c8d3e965.jpg?w=1920&q=100)
মাঘের শুরুতেই শুরু হওয়া ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত লালমনিরহাটসহ উত্তরের বিভিন্ন জেলার মানুষের জীবন। বৃষ্টির মত পড়ছে কুয়াশা। ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়া খেটে খাওয়া মানুষ বিপদে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। গ্রাম গুলোতে সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। অপরদিকে হাসপাতাল গুলোতে শীতজনিত রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৭টায় লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা ১১.০৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল ১১টা পেরিয়ে গেলেও কিন্তু অত্র এলাকার সূর্যের মুখ দেখা মেলেনি। রাজারহাট কৃষি আবহাওয়াবিদ সুবল চন্দ্র বলেন, জলবায়ুর পরিবর্তনের ফলে আগামীতে মৃদু সত্য প্রবাহ বয়ে যেতে পারে। জানা গেছে, হিমালয় পাদদেশে অবস্থিত লালমনিরহাট জেলায় মাঘ মাসের শুরু থেকে...
তজুমদ্দিনের ১০ মামলার আসামি কুখ্যাত আব্বাস গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
![তজুমদ্দিনের ১০ মামলার আসামি কুখ্যাত আব্বাস গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/21/1737436894-a362f56fc0a7ec57e8900fc4fe5e2dd7.jpg?w=1920&q=100)
ভোলা জেলার তজুমদ্দিন থানার দুর্ধর্ষ ডাকাত আব্বাসকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর একটি টিম। সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার গোলকপুর গ্রামের মুচি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্বাস সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ি গ্রামের বাসিন্দা বাবুল মাঝির ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১০টি মামলা রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এসব মামলায় ডাকাতি, চাঁদাবাজি, হত্যার উদ্দেশ্যে অপহরণসহ নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। র্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আব্বাসের বিরুদ্ধে ভোলা এবং পার্শ্ববর্তী জেলা গুলোতে বিভিন্ন থানায় মামলা রয়েছে, এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ব্যবস্থা নেওয়া হবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর