ফেনী শহরের জিরো পয়েন্টে চাঁদাবাজির সময় হাতেনাতে তিন পুলিশকে আটক করেছে ছাত্র সমন্বয়করা। রোববার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত এসআই শুকুর, কনস্টেবল জাহিদ ও নীরবকে ফেনী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় রাতেই তিনজনকে ক্লোজ করা হয়েছে। ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই শুকুর ও কনস্টেবল জাহিদ রাতে ট্রাক থেকে চাঁদা আদায় করছে দেখে ছাত্র সমন্বয়ক আজিজুর রহমান রিজভী, সৌরভ হোসেন, ও ইমরান হোসেন তাদেরকে হাতে নাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা গাড়ির সিএনজির (গ্যাস) টাকা জোগাতে এই চাঁদাবাজি করছে বলে স্বীকার করে নেয়। পরে সমন্বয়করা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে...
চাঁদাবাজির সময় হাতেনাতে আটক, এসআইসহ তিন পুলিশ সদস্য ক্লোজড
ফেনী প্রতিনিধি
মাঘের শুরুতেই শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাঘের শুরুতে শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গত কয়েক দিন ধরে এ জেলার তাপমাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে। সন্ধ্যা নামার সাথে সাথেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। তীব্র শীতের প্রকোপে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তাদের অনেকেরই পর্যাপ্ত শীতবস্ত্র নেই। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রচণ্ড শীতের কারণে অতি প্রয়োজন ছাড়া বেশিরভাগ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে যারা বাইরে যাচ্ছেন, তাদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের প্রকোপ আরও কয়েক দিন...
সাতক্ষীরায় ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সদর উপজেলার কাশেমপুর ও লক্ষীদাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. রফিকুল ইসলাম রফিক(২৭) ও আলিমুদ্দিন (৪২)। আজ সোমবার দুপুরে সাতক্ষীরায় নিজ কার্যালয়ে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরেক আসামি আরাফাত গতকাল আত্মসমর্পণ করেছে। এছাড়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। গত বছর ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কারক আমির হামজার মেসার্স মা ট্রেডার্সের কর্মচারী ওবায়দুল্লাহ সরদার ও শওকত হোসেন ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উত্তোলনের পর ভোমরায় যাবার পথে ঢালীপাড়া...
মুকসুদপুরে ডাকাত সন্দেহে পিকআপসহ আটক ৬
গোপালগঞ্জ প্রতনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপসহ ডাকাত সন্দেহে ৬ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে আটককৃতদের মুকসুদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন তারা। সোমবার (২০ জানুয়ারী) ভোর ৪টার দিকে উপজলোর ফুলারপাড় বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলনে, সবুজ ফকির (২৫), রিয়াজ মোল্লা (২২), তুফান শেখ (২৪), সাকিব শেখ (২৫), সালাম বেপারি (২৫), শাহিন খান(২৬)। স্থানীয় এবং পুলশি সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজলোস্থ ফুলারপাড়ে বিগত ১৫ দিনের ভিতর ৮ থেকে ১০ টি পরিবার হতে গরু এবং কয়কেটি দোকানে চুররি ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে অজ্ঞাতনামা ৬ জন ফুলারপাড় বাজারে পিকআপ নিয়ে অবস্থান করছিল। তাদরে গতবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে এবং তাদের নিকট থাকা পিকআপটি ভাংচুর করে। পরর্বতীতে স্থানীয়রা মুকসুদপুর থানা পুলশিকে সংবাদ দিলে মুকসুদপুর থানা পুলিশ তাদরে হফোজতে নেন। মুকসুদপুর থানার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর