সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ মামলায় অভিযোগপত্র দাখিল

প্রতীকী ছবি

সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ মামলায় অভিযোগপত্র দাখিল

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় নির্বাচনের দিন রাতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জসিট) দাখিল করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার বিকেলে জেলার ২ নং আমলী আদালতে এ অভিযোগপত্র দাখিল করে।

চাঞ্চল্যকর এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার এজাহারভুক্ত ৯ আসামি ছাড়াও তদন্তে ঘটনার সাথে আরও ৭ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। তদন্ত শেষে মোট ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

 

এরমধ্যে উপজেলা আওযামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক রুহুল আমিনের নামও রয়েছে। চার্জসিটভুক্তদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি কেন্দ্রে ভোট দেয়াকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা রুহুল আমিনের সহযোগীদের সাথে এক নারী ভোটারের কতা কাটাকাটি হয়।

ওইদন রাতে রুহুল আমিনের সহযোগীরা বাড়িতে প্রবেশ করে স্বামী সন্তানকে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর