‘সিঁড়ি পাঠান না হলে মারা যাব’ আটকা পড়েছেন নারীসহ অনেকে ভিডিওসহ

ছবি সংগৃহীত

‘সিঁড়ি পাঠান না হলে মারা যাব’ আটকা পড়েছেন নারীসহ অনেকে ভিডিওসহ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিঁড়ি না পাঠালে মারা যাব, দ্রুত সিঁড়ি পাঠান। আমরা নিঃশ্বাস নিতে পারছি না- ফেসবুক লাইভে কথাগুলো বলছিলেন এক আটকে পড়া নারী। তিনি বলছিলেন- আমরা অনেক্ষণ ধরে আটকা আছি। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে।

আমাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করুন।

ওই লাইভে দেখা গেছে, ভেতরে নারীসহ অনেকে আটকা পড়েছেন। এ সময় তারা চারিদিকে দৌড়াতে থাকেন। তাদের মধ্যে অনেকেই ধোঁয়ার কারণে মুখে ঢেকে রেখেছিলেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। আগুন লাগার পর এফআর টাওয়ার ও পাশের বিল্ডিংগুলো থেকে নামতে গিয়ে অনেকেই আহত হন। এছাড়া অনেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন।

 

অগ্নিকাণ্ডে ভবনের জানালার গ্লাস ভেঙে এক নারীকে উদ্ধার ভিডিও: 

 

 


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর