রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ আসাদ দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র সমাজের ১১ দফা দাবির মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার (১৯ জানুয়ারি) রাতে এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ একটি অমর নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র তার আত্মত্যাগের মাধ্যমে ঊনসত্তরের গণআন্দোলনে নতুন মাত্রা যোগ করেন। স্বাধিকারের দাবিতে ছাত্র-জনতা, শ্রমিক-কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এর ফলেই স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটে এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন...
শহীদ আসাদ দিবস গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়
অনলাইন ডেস্ক
![শহীদ আসাদ দিবস গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/20/1737345756-c2936a7fc2c1865ada09fcb8c1b33906.jpg?w=1920&q=100)
বাড়ি বাড়ি হালনাগাদ শুরু আজ, ভোটার হতে যা লাগবে
অনলাইন ডেস্ক
![বাড়ি বাড়ি হালনাগাদ শুরু আজ, ভোটার হতে যা লাগবে](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/20/1737341182-74a3ebf07778d2bc659c9c8200759659.jpg?w=1920&q=100)
বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কাজ আজ থেকে শুরু হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাভারে কার্যক্রমটি উদ্বোধন করবেন। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এসময় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজিসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। নতুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে ১. ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি। ২. জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি। ৩. নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি)। ৪. এসএসসি বা দাখিল বা সমমান, অষ্টম শ্রেণি পাশের...
হাসিনার পক্ষ নিয়েও সরে গেলেন সেই ব্রিটিশ এমপিরা
অনলাইন ডেস্ক
![হাসিনার পক্ষ নিয়েও সরে গেলেন সেই ব্রিটিশ এমপিরা](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/20/1737339660-4d262753f20071df8f0469cfc4dbd1ea.jpg?w=1920&q=100)
সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা ও তার সরকারের পক্ষ নিয়ে এবং অন্তর্বর্তী সরকারের বিপক্ষে দেওয়া প্রতিবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাজ্যের একদল এমপি। গত নভেম্বরে যুক্তরাজ্যের কমনওয়েলথবিষয়ক অলপার্টি পার্লামেন্টারি গ্রুপ (এএপিজি) প্রতিবেদনটি দিয়েছিল। প্রতিবেদনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করা হয়। ওই প্রতিবেদনের বহু তথ্য সঠিক নয় বলে অভিযোগ উঠে এবং ব্যাপক সমালোচনার মুখে পড়ে। রোববার (১৯ জানুয়ারি) ব্রিটিশ প্রভাবশালী জাতীয় দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গেছে, এমন সমালোচনার মুখে এমপিরা তা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছে গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি জানাচ্ছে, যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা...
নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে ইসি
অনলাইন ডেস্ক
![নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে ইসি](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/20/1737338867-5810fc06651ab32c17be4209b3f1bf48.jpg?w=1920&q=100)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, সরকারের নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি বলেন, আমরা আইন-কানুন, বিধি-বিধানের মধ্যে থেকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। এমন একটি পরিবেশ সৃষ্টি করব, যেখানে সব পক্ষ সমান সুযোগ পাবে। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক প্রযুক্তি সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। এদিকে আজ সোমবার (২০ জানুয়ারি) থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। সকালে সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন হবে। দেশের বিভিন্ন প্রান্তে ৬৫ হাজার কর্মী এই প্রক্রিয়ায় কাজ করবেন। এ কার্যক্রম আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত