‘সবাই আমারে মাফ করে দিস’

রিপনের ফেসবুকে দেওয়া আবেগঘন স্ট্যাটাস

‘সবাই আমারে মাফ করে দিস’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতিমধ্যে সাতজন নিহত ও অর্ধশতাধীক আহত হয়েছেন। এদিকে আগুনে আটকেপড়া 
হাসনাইন আহমেদ রিপন নামে এক যুবক ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি ডিআরআইডি গ্রুপের ফিন্যান্সের এক্সিকিউটিভ।

রিপন স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘মা, মিনা মিলন আপু ফাহিম ভাই সবাই আমারে মাফ করে দিস’।

এ স্ট্যাটাসটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রিপনের এ স্ট্যাটাসে এ পর্যন্ত প্রায় তিন হাজার মন্তব্য করেছে। এছাড়া শেয়ার করেছেন প্রায় সাড়ে চার হাজার আর লাইক দিয়েছেন প্রায় ১১ হাজার ফেসবুক ব্যবহারকারী। দুপুরে আগুন লাগার পর ধোঁয়াভর্তি ঘরের মধ্যে সেলফি তোলেন রিপন।

তিনি ওই ভবনের ১৪তলায় ছিলেন বলে জানান।  

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে বিল্ডিংয়ের ওপর থেকে হেলিকপ্টারে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। সেখানে তিনটি হেলিকপ্টার আগুন নেভানোর কাজ করছে। এছাড়াও ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি) ও মোটরসাইকেল ইউনিটও উদ্ধারকাজে অংশগ্রহণ করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)