বগুড়ার আদমদীঘিতে তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে একজনের পায়ের রগ কেটে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ছিনতাইকারীদের হেফাজতে নিলেও বুধবারও এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। আটককৃত ছিনতাইকারীরা হলেন-আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়ার মোস্তাকিন পালোয়ানের ছেলে রাজু পালোয়ান (৩১), একই এলাকার খোকা মিয়ার ছেলে কলম (৩০) ও চয়েন চৌকিদারের ছেলে বাঁধন (২৬)। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে রাজু পালোয়ান ও কলমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাঁধনকে নওগাঁ সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। সেই সাথে আটক ছিনতাইকারীদের কাছ থেকে ধারালো চাকু, ১৯ হাজার টাকা, বিকাশের জন্য ব্যবহৃত মোবাইল ফোন সেট, ট্রেড লাইসেন্স ও ব্যাংকের চেক উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের...
তিন ছিনতাইকারীকে গণধোলাই, পায়ের রগ কর্তন
অনলাইন ডেস্ক
![তিন ছিনতাইকারীকে গণধোলাই, পায়ের রগ কর্তন](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/16/1736966316-f8a9e2e31c5b16ea7292a43af20ada7f.jpg?w=1920&q=100)
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ টাকার জন্য মামাতো ভাইকে খুন
অনলাইন ডেস্ক
![ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ টাকার জন্য মামাতো ভাইকে খুন](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/15/1736963557-6bc9a8611a6f82edb8e238778d60673d.jpg?w=1920&q=100)
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ফুফাতো ভাইয়ের হাতে ইসরাফিল মিয়া (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুল কাদের। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মেহারী ইউনিয়নের খেউড়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত ইসরাফিল কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাফিল মিয়া ও একই গ্রামের মজনু মিয়ার ছেলে বাবু মিয়া পরস্পর মামাত-ফুফাতো ভাই। তারা দুইজন মিলে গ্রামের মেলায় রিং খেলার দোকান বসায়। মেলা শেষে দোকানে ১ হাজার টাকা লোকসান হয়। লোকসানের অর্ধেক ৫০০ টাকা বাবু ইসরাফিলের...
৩ দিনব্যাপী খেজুরের গুড়ের মেলার উদ্বোধন
অনলাইন ডেস্ক
![৩ দিনব্যাপী খেজুরের গুড়ের মেলার উদ্বোধন](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/15/1736962078-870e4c9b2610503d1cb5bcc7ff2cff66.jpg?w=1920&q=100)
স্বাদে সেরা গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা- এ প্রতিপাদ্যকে তুলে ধরে শুরু হয়েছে তিন দিনব্যাপী গুড় মেলা। বুধবার (১৫ জানুয়ারি) যশোরের চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এরপর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় স্টল মালিক, গাছি ও ব্যবসায়ীদের সঙ্গে ভেজালমুক্ত গুড় তৈরি ও সঠিক কৌশলে বাজার জাতকরণ বিষয়ে কথা বলেন তিনি। মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলার আয়োজক সুস্মিতা সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোর্শেদ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। মেলায় গুড়, পাটালিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর ৪০টির মতো স্টল বসেছে। আগামী শুক্রবার তিন দিনের এ গুড় মেলা শেষ হবে। মেলায়...
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কলেজ শিক্ষক কারাগারে
![অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কলেজ শিক্ষক কারাগারে](https://asset.news24bd.tv/public/news_images/2025/01/15/1736965516-2d1ca2d3102cea8928b0250b155e23e3.jpg?w=1920&q=100)
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় নাটোরের সিংড়ার এক কলেজ শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুসরাত জেরিন নাটোরের সিংড়ার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের কম্পিউটার প্রশিক্ষক আবুল কালাম আজাদকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। দুদকের আদালত পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালতে মামলা করেন। তদন্ত শেষে গেল বছরের ১৭ই সেপ্টেম্বর দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। ওই চার্জশিটে উল্লেখ করা হয়, আবুল কালাম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর