সচিবালয়ের সামনে আদিবাসী বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শব্দ বোমা ও জল কামান ব্যবহার করে ছত্রভঙ্গের চেষ্টা চালাচ্ছে। আদিবাসী ছাত্র-জনতার ওপর সম্প্রতি নৃশংস হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংক্ষুব্ধ ছাত্র-জনতা। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে তারা। আরও পড়ুন আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলায় রাজুতে বিক্ষোভ, স্বরাষ্ট্র অভিমুখে যাত্রা ১৬ জানুয়ারি, ২০২৫ বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের সামনে গেলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। এতে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীরা অভিযোগ, হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা...
সচিবালয়ের সামনে ছাত্র জনতা বিক্ষোভকে রুখে দিতে পুলিশের জলকামান
নিজস্ব প্রতিবেদক
রাজনীতিতে নিষিদ্ধ হবেন ট্রাইবুনালে দণ্ডিতরা
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের রাজনীতিতে নিষিদ্ধের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন। বিদ্যমান আইনে মানবতাবিরোধী আদালতে দণ্ডিতরা প্রার্থী হতে পারেন না। এটি বহাল রাখারও প্রস্তাব করা হয়েছে। এদিকে, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে মিল রেখে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনেরও সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি না ভোটের বিধান চালু, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ, দলীয় ভোটে প্রার্থী মনোনয়ন, ৪০ শতাংশ ভোট না পড়লে পুনর্নির্বাচন এবং এমপিদের সুবিধা কমানোর সুপারিশ করা হয়েছে প্রস্তাবে। ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন এ কমিশন বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কারের সুপারিশের প্রতিবেদন জমা দিয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবে...
তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
সারা দেশে রাতের তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে এরপর আবার শনিবার থেকে তিন-চার দিনের জন্য দিন ও রাতের তাপমাত্রা কমার প্রবণতা শুরু হতে পারে। এতে তখন সারা দেশে শীতের অনুভূতিও বাড়তে পারে। কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহও। গতকাল বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এসব তথ্য জানান। তিনি বলেন, দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর ১৮ ডিসেম্বর (শনিবার) থেকে দিন ও রাতের তাপমাত্রা আবার কমতে পারে। ২০ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে তখন শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। তবে ২০ ডিসেম্বর মূলত তাপমাত্রা বেশি কমতে পারে। এরপর আবার ২১ ডিসেম্বর (মঙ্গলবার) বা এর পর...
আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলায় রাজুতে বিক্ষোভ, স্বরাষ্ট্র অভিমুখে যাত্রা
নিজস্ব প্রতিবেদক
আদিবাসী ছাত্র-জনতার ওপর সম্প্রতি নৃশংস হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সংক্ষুব্ধ ছাত্র-জনতা। ছাত্রদের দাবি, হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেয়নি এবং হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। তারা আরও দাবি করেন, আদিবাসী সম্প্রদায়ের ওপর নিপীড়ন ও বৈষম্য বন্ধ করতে হবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে। আরও পড়ুন বাংলাদেশে প্রথমবার এইচএমপি ভাইরাসে নারীর মৃত্যু ১৬ জানুয়ারি, ২০২৫ বিক্ষোভের পর ছাত্ররা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে একটি যাত্রা শুরু করবে বলে জানায়। তারা এদিন প্রশাসনের কাছে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর