অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

ছবি সংগৃহীত

অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানী ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা জোনের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বলেন, এফ আর টাওয়ারে উদ্ধার অভিযান শেষ হয়েছে। ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এর আগে বনানীতে আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ভেতরে আহত বা মৃত আরও কেউ আছে কিনা জানতে সকাল থেকে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের প্রতি তলায় তল্লাশি চালায়। তবে এদিন নতুন করে কোনো মরদেহ পাওয়া যায়নি।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের নিহত হয়েছেন ২৫ জন।

আগুনে আহত ৫৯ জনের মধ্যে ৩৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক।
 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর